নিউজ পোল ব্যুরো: মালদা জেলার বামনগোলা থানা (Bamangola Police Station) চত্বরে রবিবার এক উত্তাল বিক্ষোভ (protest) দেখালো আদিবাসী সংগঠন ‘আদিবাসী সেঞ্জেল অভিযান’ (Adivasi Senjel Abhijan)। সম্প্রতি ঘটে যাওয়া এক নির্মম ধর্ষণের (rape) ঘটনার প্রতিবাদে শত শত আদিবাসী সম্প্রদায়ের মানুষ থানার সামনে জমায়েত (Malda Rape Protest) হয়ে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ফাঁসির (capital punishment) দাবি জানায়। গত বুধবার বামনগোলা থানার অন্তর্গত এক গ্রামে এক আদিবাসী মহিলা (Adivasi woman) বাড়িতে একা থাকার সুযোগে এক যুবকের লালসার শিকার হন। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি মহিলার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে এবং এরপর ঘটনাটি চেপে রাখার জন্য নানা রকম হুমকি দেয়।
আরও পড়ুন:- DYFI: উত্তরবঙ্গের সমস্যা সমাধানে নতুন পদক্ষেপ মীনাক্ষী মুখোপাধ্যায়ের
এই বর্বরোচিত ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং অভিযুক্তকে গ্রেফতার (arrest) করে। তবে এখানেই ক্ষান্ত থাকেনি আদিবাসী সমাজ। তাদের দাবি, শুধুমাত্র গ্রেফতার করলেই অপরাধীরা ভয় পাবে না, দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন (Malda Rape Protest)। রবিবার বিকেলে মালদার বামনগোলা থানার প্রধান ফটকের সামনে এক বিশাল জমায়েত হয়। আদিবাসী সংগঠনের সদস্যরা হাতে প্ল্যাকার্ড (placard) ও ব্যানার নিয়ে ধর্ষকদের কঠোর শাস্তির দাবি তোলেন। বিক্ষোভকারীদের বক্তব্য, কেবলমাত্র গ্রেফতার করলেই আদিবাসী নারীদের উপর নির্যাতন (violence against tribal women) বন্ধ হবে না। তারা চেয়েছেন, ধর্ষকের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের ঘৃণ্য কাজ করার সাহস না পায়। একজন বিক্ষোভকারী বলেন, “প্রতিদিন আদিবাসী মেয়েরা ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে। সমাজে আমরা নিরাপদ নই। আমরা চাই, অভিযুক্তদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, যাতে সমাজে কঠোর বার্তা পৌঁছায়।”

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
বিক্ষোভের খবর পেয়ে পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং নির্যাতিতার ন্যায়বিচার নিশ্চিত করা হবে। তবে আদিবাসী সংগঠনের অভিযোগ,(Malda Rape Protest) শুধু আশ্বাস নয়, বাস্তব পদক্ষেপ দরকার। তাদের মতে, আদিবাসী নারীদের উপর নির্যাতন (atrocities on Adivasi women) দিন দিন বাড়ছে এবং অপরাধীরা আইনের ফাঁকফোকর গলে বেরিয়ে যাচ্ছে। তাই তারা চান, দোষীদের প্রতি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://www.youtube.com/live/BvETAnANtD8?si=X–svR4Vooj_uc1z