নিউজ পোল ব্যুরো: মালদা জেলার ইংলিশবাজার পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সদরঘাট পুড়াটুলি এলাকায় গতকাল রাতে ঘটে এক চাঞ্চল্যকর শুটআউট (Malda Shootout)। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন বিপ্লব ঘোষ নামে এক যুবক। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গুলিবিদ্ধ বিপ্লব ঘোষ জানিয়েছেন, গতকাল রাতে তার বাড়িতে আত্মীয়রা আসেন। সেই কারণে তিনি বাজার (Market) করতে বেরিয়েছিলেন। তখন তিনি দেখতে পান, একদল যুবক নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েছে। তিনি পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন, কিন্তু হঠাৎই তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোঁড়া হয় (Gunfire)। একটি গুলি তার বাঁ হাতে লাগে, ফলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
আরও পড়ুন:- Dinhata: মদের আসরে চলল গুলি, মৃত এক
বিপ্লব ঘোষ দাবি করেছেন, এই গুলি চালানোর (Firing) পেছনে মূল অভিযুক্ত হলেন উত্তম মণ্ডল। ঘটনার পর থেকে উত্তম মণ্ডল পলাতক রয়েছেন এবং পুলিশ তাকে গ্রেফতার করার চেষ্টা করছে। ইতিমধ্যেই পুলিশ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ (Interrogation) শুরু করেছে। তবে মূল অভিযুক্ত এখনও অধরা থাকায় পুলিশি তৎপরতা আরও বেড়েছে। এই শুটআউটের (Malda Shootout) জেরে ইংলিশবাজার শহর জুড়ে উত্তেজনা ছড়িয়েছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, বিশেষ করে সদরঘাট পুড়াটুলি এলাকায়। পুলিশ পুরো ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই জেলার আইন-শৃঙ্খলা (Law and Order) পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের দাবি, শহরের বুকে প্রকাশ্যে শুটআউটের ঘটনা প্রশাসনের ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে এবং এই ঘটনার পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি শহরের আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।ইংলিশবাজার শহরে ঘটে যাওয়া এই শুটআউট (Malda Shootout) আবারও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। প্রশাসনের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে, তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://www.youtube.com/live/BvETAnANtD8?si=X–svR4Vooj_uc1z