Murder: মর্মান্তিক, তিন সন্তানকে খুন করে আত্মঘাতী বাবা

অপরাধ দেশ

নিউজ পোল ব্যুরো: ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। সন্তানকে আগলে রাখার বদলে তিন সন্তানকে খুন (Murder) করল বাবা। সন্তানকে খুন করার পাশাপাশি নিজেও আত্মঘাতী হয়েছে এক ব্যক্তি। ঘটনা সামনে আসার পর এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়ায়।

রবিবার পুলিশ জানিয়েছে ঝাড়খণ্ডের গিরিডিহ জেলার পিরতান্ড থানা এলাকার মহেশ্বলিতি গ্রামে এক ব্যক্তি তার তিন সন্তানকে খুন করার পর আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহতদের মধ্যে ৩৬ বছর বয়সী সানাউল আনসারি, তার মেয়ে আফরিন পারভীন (১২) এবং জাইবা নাজ (৮) এবং তার ছেলে সাফাউল আনসারি (৬) রয়েছেন। পুলিশ মনে করছে, রবিবার ভোররাত ২-৩টার দিকে এই ঘটনা ঘটে। রমজান মাসে সেহরির সময় (ভোরের খাবার) সানাউলের বাড়িতে কোনও আওয়াজ না পাওয়াউ উদ্বিগ্ন প্রতিবেশীরা তার দরজায় কড়া নাড়লে এই ভয়াবহ ঘটনা প্রকাশ্যে আসে। প্রতিবেশীরা ডেকে কোনও সাড়া না পেয়ে তারা ঘরে ঢুকে সানাউলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান, আর তার তিন সন্তানের মৃতদেহ কাছেই পড়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুনঃ Narendra Modi: সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনে মোদী!

খবর পেয়েই খোখারা থানার স্থানীয় পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ডুমরি সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) সুমিত প্রসাদ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য গিরিডিহ সদর হাসপাতালে পাঠিয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সানাউল তার তিন সন্তানকে শ্বাসরোধ করে খুন করে আত্মহত্যা করেছেন। পুলিশের মতে, সানাউল পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন এবং তার বাড়িতে একটি ছোট রেশন ও কাপড়ের দোকানও চালাতেন। ঘটনার সময় সানাউলের স্ত্রী উপস্থিত ছিলেন না, কারণ তিনি দুই দিন আগে জামধা গ্রামে তার বাপের বাড়ি গিয়েছিলেন। এই মর্মান্তিক ঘটনার (Murder) খবর পেয়ে তিনি মহেশলিটিতে ফিরে আসেন। এসডিপিও সুমিত প্রসাদ বলেছেন, “এই মর্মান্তিক হত্যা ও আত্মহত্যার পেছনের উদ্দেশ্য স্পষ্ট নয়। আমরা সম্ভাব্য সকল দিক তদন্ত করছি এবং এই ঘটনার কারণ জানতে সানাউলের স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হবে।” কি কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। পারিবারিক কোনও অশান্তি ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলেই জানিয়েছে পুলিশ।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/