OYO: ফ্রি হোটেলে থাকার দুর্দান্ত সুযোগ!

Life style অফবিট দেশ

নিউজ পোল ব্যুরো: ভ্রমণপ্রেমীদের জন্য দারুণ সুখবর! এবার OYO Hotel গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক অবিশ্বাস্য অফার, যেখানে পাঁচদিন পর্যন্ত বিনামূল্যে হোটেলে থাকা (free hotel stay) যাবে! এই বিশেষ সুযোগের ঘোষণা করেছেন OYO-এর প্রতিষ্ঠাতা রিতেশ আগরওয়াল (Ritesh Agarwal), যিনি এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডলে এই খবর শেয়ার করেছেন। ভারতের জয়ের আনন্দ ও হোলির উৎসবকে আরও রঙিন করতে OYO Free Stay Offer চালু করা হয়েছে। এই বিশেষ অফারের আওতায় যেকোনও গ্রাহক পাঁচদিন পর্যন্ত বিনামূল্যে (free stay for 5 days) থাকতে পারবেন। অফারটি ভারতের বিভিন্ন শহরের ১০০০টিরও বেশি OYO হোটেলে উপলব্ধ থাকবে। প্রিমিয়াম, বাজেট ও টাউনহাউস— সব ধরনের হোটেলেই এই সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুনঃ Air Pollution: বায়ুদূষণ কি আপনার মস্তিষ্কের শত্রু? গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

এই বিশেষ Free Stay Offer চলবে ১৮ মার্চ, ২০২৫ (March 18, 2025) পর্যন্ত। তবে শুধুমাত্র প্রথম ২০০০ জন গ্রাহক (first 2000 customers) এই সুযোগ পাবেন। অর্থাৎ, যারা আগে বুকিং করবেন, তারাই বিনামূল্যে থাকার সুবিধা নিতে পারবেন। বুকিং করার সময় OYO Website বা OYO App -এ “CHAMPION” কুপন কোড (CHAMPION Coupon Code) ব্যবহার করতে হবে। কুপনটি সফলভাবে প্রয়োগ হলেই গ্রাহক বিনামূল্যে রুম বুক করতে পারবেন। সম্প্রতি ভারতের জাতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) জয় করেছে। এর পাশাপাশি, হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব হোলি (Holi Festival 2025) , এই দুটি আনন্দঘন মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলতে OYO তাদের গ্রাহকদের জন্য এই অফার এনেছে।

এই অফারে কী কী সুবিধা থাকছে?

  • ফাইভ ডে ফ্রি স্টে – প্রথম ২০০০ জন বুকিং করলেই বিনামূল্যে হোটেলে থাকা যাবে।
    •১০০০+ OYO হোটেল – সারা দেশে OYO-র বিভিন্ন ক্যাটাগরির হোটেলে অফারটি কার্যকর।
    •প্রিমিয়াম ও বাজেট রুম (Premium & Budget Rooms) – গ্রাহকরা নিজেদের পছন্দমতো রুম বেছে নিতে পারবেন।
    •সহজ বুকিং (Easy Booking) – শুধুমাত্র OYO Website বা App ব্যবহার করে বুকিং করলেই সুযোগ মিলবে।
    •CHAMPION কুপন (CHAMPION Coupon Code) – এই কুপন কোড ব্যবহার করলেই বিনামূল্যে থাকার সুযোগ মিলবে।
OYO

কীভাবে হোটেল ফ্রি বুক করবেন?

1. OYO-এর অফিসিয়াল ওয়েবসাইট www.oyorooms.com বা App খুলুন।

  1. গন্তব্যস্থান (Destination) ও চেক-ইন ও চেক-আউট (Check-in & Check-out) তারিখ নির্বাচন করুন।
  2. পছন্দের OYO হোটেল ও রুম ক্যাটাগরি সিলেক্ট করুন।
  3. বুকিংয়ের সময় “CHAMPION” কুপন কোডটি (Coupon Code) প্রয়োগ করুন।
  4. যদি কুপন কার্যকর হয় এবং আপনি প্রথম ২০০০ জনের মধ্যে থাকেন, তাহলে বুকিং চার্জ শূন্য (₹0) হয়ে যাবে!

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এই Champion Offer সবার জন্যই উন্মুক্ত। তবে যেহেতু এটি শুধুমাত্র প্রথম ২০০০ জনের জন্য, তাই আগেভাগে বুকিং করলে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। এছাড়াও ভ্রমণপ্রেমীদের জন্য এটি এক সুবর্ণ সুযোগ! ক্রিকেট জয়ের উৎসব আর হোলির রঙের আনন্দ এবার Hotel Free Stay Offer-এর মাধ্যমে আরও উপভোগ্য হবে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি App বা Website-এ গিয়ে বিনামূল্যে হোটেল বুকিং করে নিন। প্রথম ২০০০ জনের মধ্যেই আপনি থাকছেন তো?