নিউজ পোল ব্যুরো: ফের মালদায় চলল গুলি (Shootout in Malda)। এবার প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক সাবিত্রী মিত্রের বাড়ির কাছে দুই রাউন্ড গুলি চলেছে বলে খবর। গুলিবিদ্ধ হন এক ব্যক্তি। গুলি চলার ঘটনায় এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সদরঘাট পুরাটুলি এলাকায়। আহত ব্যক্তির নাম বিপ্লব ঘোষ। এই ঘটনায় ইতোমধ্যে চারজনকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে মূল অভিযুক্ত উত্তম মণ্ডল পলাতক রয়েছে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর শনিবার রাতে হোলির রাতে বাজার করতে বাড়ি থেকে বের হচ্ছিলেন বিপ্লব ঘোষ। ঠিক তখনই তিনি দেখেন একদল যুবক ঝামেলা করছে। সেখানে কি হয়েছে দেখে কথা বলতে গিয়েই ঘটে বিপদ। উত্তম মণ্ডল নামের এক ব্যক্তি তার পকেট থেকে বন্দুক বের করে পরপর দুই রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। বিপ্লব ঘোষের বাঁ হাতে গুলি লাগে। ঘটনার পরেই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুনঃMalda Shootout: বাজার করতে বেরিয়ে গুলিবিদ্ধ যুবক!
অন্যদিকে এই প্রথম এলাকায় এমন ঘটনা (Shootout in Malda) ঘটায় এলাকার মানুষ প্রবল আতঙ্কিত রয়ে রয়েছেন। বাসিন্দাদের অভিযোগ, এখানে বহিরাগতদের যাতায়াত বাড়ছে। রাতে নেশার মাত্রা বেড়ে গিয়েছে। রাত হলে বাইরে বের হওয়া দায়। তাই স্থানীয়দের মধ্যে ভয় ধরেছে। বারবার অভিযোগ করলেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ। বিপ্লব ঘোষ দাবি করেছেন, এই গুলি চালানোর (Firing) পেছনে মূল অভিযুক্ত হলেন উত্তম মণ্ডল। ঘটনার পর থেকে উত্তম মণ্ডল পলাতক রয়েছেন এবং পুলিশ তাকে গ্রেফতার করার চেষ্টা করছে। ইতিমধ্যেই পুলিশ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ (Interrogation) শুরু করেছে। তবে মূল অভিযুক্ত এখনও অধরা থাকায় পুলিশি তৎপরতা আরও বেড়েছে। এই শুটআউটের (Malda Shootout) জেরে ইংলিশবাজার শহর জুড়ে উত্তেজনা ছড়িয়েছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, বিশেষ করে সদরঘাট পুড়াটুলি এলাকায়। পুলিশ পুরো ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই জেলার আইন-শৃঙ্খলা (Law and Order) পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের দাবি, শহরের বুকে প্রকাশ্যে শুটআউটের ঘটনা প্রশাসনের ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/