TMC: আবারও বিজেপিতে ভাঙন, তৃণমূলের বিরুদ্ধে বড় অভিযোগ পদ্ম শিবিরের

জেলা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: বাংলাজুড়ে বেজে গিয়েছে বিধানসভা নির্বাচনের দামামা। শাসক-বিরোধী উভয়েই ঝাঁপিয়েছে রাজ্য দখলের লড়াইয়ে। দলবদলের হিড়িক বেড়েছে। কিছুদিন আগেই বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিয়েছেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। সেই আবহেই ফের বিজেপিতে ভাঙন। প্রধানের পর এবার পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূলে। তবে বিজেপির অভিযোগ ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হয়েছে।

বিধানসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে আরও চাঙ্গা হয়ে উঠল শাসক দল তৃণমূল। রবিবার রাতে তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর হাত ধরে তৃণমূলে যোগদান করলেন বিজেপির এক পঞ্চায়েত সদস্য। এই ঘটনা বিজেপিতে বড়সড় ভাঙ্গন বলে মনে করছেন শাসক নেতারা। সূত্রে জানা গিয়েছে, মহিষাদল ব্লকের বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের ২৫ নম্বর বুথের বিজেপির পঞ্চায়েত সদস্য ছিলেন চিত্তরঞ্জন মান্না। তিনি আগেও তৃণমূল করতেন। পরে তাকে ভুল বুঝিয়ে বিজেপিতে নিয়ে যাওয়া হয় বলে তৃণমূলের দাবি। এমন পরিস্থিতিতে রবিবার রাতে তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর হাত ধরে ফের তৃণমূলে যোগদান করেন বিজেপির ওই পঞ্চায়েত সদস্য। তিনি ছাড়াও আরো বেশ কয়েকজন এদিন তৃণমূলে যোগদান করেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, এর গত কয়েকদিন আগে ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধানও তৃণমূলে যোগদান করেন। ফলে ওই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে গেল বলে মত তৃণমূল নেতাদের। এদিনের যোগদানে তৃণমূল তিলক চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদর্শন মাইতি, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস সহ অন্যান্যরা।

আরও পড়ুনঃ Road Accident: ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত সন্ন্যাসী-সেবকের

উল্লেখ্য, আগামী বিধানসভা নির্বাচনে শাসক বিরোধীদের জোর টক্কর হবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। শাসক দলের বিশেষ নজর যে দুই মেদিনীপুরের দিকে রয়েছে তা ক্রমেই স্পষ্ট হয়ে যাচ্ছে। রাজ্যের একাধিক শাসক দলের নেতারা বলছেন নির্বাচনের আগে একাধিক বিজেপি বিধায়ক সহ অনেক নেতাই নাকি তৃণমূলে (TMC) যোগ দেওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছে। উপর মহল থেকে সবুজ সঙ্কেত মিললেই তাঁরা নাকি তৃণমূলে যোগ দেবেন। এই ফুলবদল নিয়ে চর্চার শেষ নেই। যদিও বিজেপিও পাল্টা দাবি করেছে তৃণমূলের অনেকেই নাকি বিজেপিতে যোগ দিতে চাইছে। সব মিলিয়ে ভোট নিয়ে বঙ্গের রাজনৈতিক মহলে উত্তাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/