Narendra Modi : জেলেনস্কিকে ‘ভাই’ সম্বোধন, পুতিনকেও যুদ্ধ নিয়ে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বড় মন্তব্য করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন মোদি (Narendra Modi)। সে সময় তিনি বিখ্যাত পডকাস্টার লেক্স ফ্রিডম্যানকে একটি সাক্ষাৎকার দেন। যা প্রকাশিত হল রবিবার। এই সাক্ষাৎকারেই রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) এবং ইউক্রেনের রাষ্ট্রপ্রধান ভলোদিমির জেলেনস্কির (Volodymyr Zelenskyy) উদ্দেশ্যে বিশেষ বার্তা দিতে দেখা গিয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে।

আরও পড়ুনঃ Donald Trump : ট্রাম্পের নয়া শুল্ক নীতিতে সিঁদুরে মেঘ দেখছে মাস্কের টেসলা

মোদির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সখ্যতার কথা কারও অবিদিত নয়। দ্বিতীয়বার ক্ষমতায় এসে সেই ট্রাম্প যুদ্ধ থামাতে, বলা যেতে পারে, একেবারে আদাজল খেয়ে নেমেছেন। রাশিয়া এবং ইউক্রেন দুই পক্ষকেই যুদ্ধ থামানোর জন্য চাপে রেখেছেন মার্কিন রাষ্ট্রপতি। আর এবারে ‘বন্ধু’ মোদির (Narendra Modi) গলাতেও শোনা গেল একই সুর। মার্কিন যুক্তরাষ্ট্রে দেওয়ার সাক্ষাৎকারটিতে তিনি সরাসরি জানিয়েছেন, এটা যুদ্ধের সময় নয়।

ভারতীয় প্রধানমন্ত্রীর কথায়, “রাশিয়া এবং ইউক্রেন দুই দেশের সঙ্গেই আমাদের ভাল সম্পর্ক রয়েছে। রাষ্ট্রপতি পুতিনকে আমি তাই সরাসরি অনুরোধ করছি, এটা যুদ্ধের সময় নয়।” এতেই শেষ নয়। ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কিকে ‘ভাই’ বলে সম্বোধন করেন মোদি। বলেন, “ভাই, যুদ্ধক্ষেত্রে কোনও স্থায়ী সমাধান মিলতে পারে না। ইউক্রেন তাদের মিত্রদের সঙ্গে যত আলোচনাই করুক না কেন, তাতে কোনও লাভ হবে না।”

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

অর্থাৎ ভারতীয় প্রধানমন্ত্রী এটাই বোঝাতে চেয়েছেন যে যুদ্ধে জয়লাভ করাটাই একমাত্র সমাধান নয়। তিনি এও বলেন যে, “আলোচনায় দুই পক্ষকেই শামিল হতে হবে।” উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধ বিরতির মাঝেই ইউক্রেনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন পুতিন। যে ঘটনার জেরে চূড়ান্ত অসন্তুষ্ট ইউরোপীয় ইউনিয়ন রাশিয়াকে নিঃস্বার্থ যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছে। মোদি (Narendra Modi) এই প্রসঙ্গে বলেন, “প্রাথমিকভাবে শান্তি প্রতিষ্ঠা করা খুব একটা সহজ কাজ ছিল না। তবে এই মুহূর্তে দুই দেশের মধ্যে আলোচনার জায়গা তৈরি হয়েছে। এর জন্য দুর্ভোগ কম পোহাতে হয়নি।”