নিউজ পোল ব্যুরো: রাম মন্দির (Ram Mandir) বর্তমানের গোটা দেশ সহ বিশ্বের কাছে অন্যতম বড় তীর্থক্ষেত্র হয়ে উঠেছে। প্রতিদিন হাজারো মানুষের সমাগম হয় এই মন্দিরে। অযোধ্যয় রাম মন্দির (Ram Mandir) ঘিরে মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। সেই মন্দির নিয়েই এবার সামনে এল বড় তথ্য। সোমবার ট্রাস্টের সচিব চম্পত রাই জানিয়েছেন, অযোধ্যার রাম মন্দির পরিচালনাকারী শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট গত পাঁচ বছরে সরকারকে ৩৯৬ কোটি টাকা কর দিয়েছে।
চম্পত রাই বলেছেন ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি থেকে চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারির মধ্যে এই অর্থ প্রদান করা হয়েছে। এর মধ্যে ২৭০ কোটি টাকা পণ্য ও পরিষেবা কর (GST) হিসেবে পরিশোধ করা হয়েছে, বাকি ১৩০ কোটি টাকা বিভিন্ন কর বিভাগের অধীনে পরিশোধ করা হয়েছে। ট্রাস্টের সভায় যোগদানের পর এই তথ্যই দিয়েছেন ট্রাস্টের সচিব। তিনি আরও বলেন যে অযোধ্যায় দর্শনার্থীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা মন্দিকে একটি প্রধান ধর্মীয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে এবং স্থানীয় কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। তিনি আরও বলেন যে মহাকুম্ভের সময় ১.২৬ কোটি ভক্ত অযোধ্যায় ভ্রমণ করেছিলেন। ট্রাস্ট প্রধানের কথায় গত বছর অযোধ্যায় ১৬ কোটি দর্শনার্থী রেকর্ড করা হয়েছে, যার মধ্যে পাঁচ কোটি রাম মন্দির পরিদর্শন করেছিলেন।
আরও পড়ুন: Chandrayaan-5: নয়া মাইল ফলকের জন্য প্রস্তুত ISRO, চন্দ্রযান-৫-এর জন্য অনুমোদন কেন্দ্রের
ট্রাস্টের সচিব চম্পত রাইয়ের মতে, ২০২৪ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক উদ্বোধন করা রাম মন্দিরের (Ram Mandir) ৯৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে যে জুন মাসের মধ্যে মন্দিরটি সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে যাবে। তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত, মন্দিরের জন্য ২,১৫০ কোটি টাকা ব্যয় করা হয়েছে এবং ট্রাস্ট সরকারকে জিএসটি সহ কর বাবদ ৩৯৬ কোটি টাকা দিয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো রাম মন্দিরের ভূমি পুজোও হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/