Bhangar Incident: মানসিক ভারসাম্যহীন তরুণীর উপর পাশবিক অত্যাচার!

অপরাধ জেলা

নিউজ পোল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকায় এক ভয়াবহ ঘটনার সাক্ষী হল স্থানীয়রা। এক মানসিক ভারসাম্যহীন (mentally unstable) তরুণীকে ধর্ষণের (rape) অভিযোগে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায় (Bhangar Incident)। অভিযোগ, রবিবার, কলকাতা পুলিশের (Kolkata Police) ভাঙড় ডিভিশনের (Bhangar Division) অন্তর্গত এক বাড়িতে এই জঘন্য অপরাধ হয়। স্থানীয় সূত্রের খবর, নির্যাতিতার (victim), বয়স আনুমানিক ২৭ বছর। ওই তরুণী তার মায়ের সঙ্গে বসবাস করতেন। ঘটনার সময় তার মা বাড়িতে ছিলেন না। সেই সুযোগেই অভিযুক্ত মণিরুল মোল্লা (Monirul Molla), যিনি তরুণীরই এক আত্মীয় বলে জানা গিয়েছে, বাড়িতে ঢুকে পড়েন। অভিযোগ, ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে ওই যুবতীর উপর যৌন নির্যাতন চালায় অভিযুক্ত। ঘটনার পর ভুক্তভোগীকে (survivor) হুমকিও দেওয়া হয়, যাতে তিনি কাউকে কিছু না জানান।

আরও পড়ুন:- Rail Maintenance: নন্দকুমারে বন্ধ রেলগেট! যান চলাচলে সমস্যা

পরে নির্যাতিতার মা বাড়ি ফিরে আসেন এবং মেয়েকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পান। এতে তার সন্দেহ হয়। মেয়ের কান্নাকাটি দেখে তিনি তাকে জিজ্ঞাসাবাদ করলে পুরো ঘটনা প্রকাশ্যে আসে। এরপর স্থানীয় বাসিন্দারাও (local residents) বিষয়টি জানতে পারেন এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।‌ ঘটনার পর অভিযুক্ত এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে। তবে নির্যাতিতার মা দেরি না করে ভাঙড় থানায় (Bhangar Police Station) লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই পুলিশ দ্রুত তদন্ত (Bhangar Incident) শুরু করে।তদন্তের সূত্র ধরে পুলিশ জানতে পারে, অভিযুক্ত মণিরুল মোল্লা নিউটাউনে (New Town) লুকিয়ে রয়েছেন। পুলিশ অভিযান চালিয়ে মাত্র এক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার (arrest) করতে সক্ষম হয়।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

সোমবার ধৃত মণিরুল মোল্লাকে বারুইপুর আদালতে (Baruipur Court) তোলা হয়। পাশাপাশি, নির্যাতিতার শারীরিক পরীক্ষার (medical examination) ব্যবস্থা করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।এই ঘটনায় ভাঙড়ের (Bhangar Incident) স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সমাজকর্মীরা (social workers) এবং নারীবাদী সংগঠনগুলো (feminist organizations) দ্রুত ও কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন। পুলিশও আশ্বস্ত করেছে যে, অপরাধীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং ভুক্তভোগীকে ন্যায়বিচার পাইয়ে দেওয়া হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://www.youtube.com/live/BvETAnANtD8?si=X–svR4Vooj_uc1z