Car Fire : বাড়ছে গাড়িতে আগুনের ঝুঁকি, রক্ষণাবেক্ষণ কতটা জরুরি?

জেলা বিজ্ঞান রাজ্য

নিউজ পোল ব্যুরো: গ্রীষ্মকাল (summer) মানেই অসহনীয় গরম, আর মার্চের মাঝামাঝিতেই তার প্রভাব দেখা যাচ্ছে স্পষ্টভাবে। রাস্তায় বেরোলে যেমন শরীর ঘামে ভিজে যাচ্ছে, তেমনই গাড়ির জন্যও পরিস্থিতি বেশ কঠিন হয়ে উঠছে। রোদে রাখা গাড়িতে উঠলেই যেন শরীর চড়চড় করে জ্বলে উঠছে। এই প্রবল দাবদাহের মধ্যেই আশঙ্কা তৈরি হয়েছে—তীব্র গরমের ফলে গাড়িতে আগুন লাগার (car fire) সম্ভাবনা কি বাড়ছে? গত বছর মে মাসে কলকাতায় অন্তত সাতটি গাড়িতে আগুন ধরার ঘটনা ঘটেছিল। এমনকি, স্কুলবাসও এই বিপদের বাইরে ছিল না। এ বছরও পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই কলেজ স্ট্রিটে একটি সরকারি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গরমের কারণে যন্ত্রাংশ বিকল হয়ে এই ধরনের ঘটনা ঘটছে কি না, তা নিয়েও চলছে জোর আলোচনা।

আরও পড়ুন: Facebook: ফেসবুকের গোপন চুক্তি! সারা উইলিয়ামসের বিস্ফোরক খোলাসা

গাড়ি বিক্রি ও রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের মতে, প্রচণ্ড তাপমাত্রায় (high temperature) গাড়ির ইঞ্জিন এবং অন্যান্য যন্ত্রাংশ দ্রুত গরম হয়ে যায়। যদি গাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণ (maintenance) না করা হয়, তাহলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই সময়ে গাড়ির কুলেন্ট (coolant) এবং ইঞ্জিন অয়েল (engine oil) ঠিক আছে কিনা, তা নিয়মিত পরীক্ষা করা জরুরি। ইঞ্জিনের কোনো তার ছেঁড়া থাকলে সেখান থেকে শর্ট সার্কিট (short circuit) হয়ে আগুন ধরে যেতে পারে।

কীভাবে সুরক্ষিত রাখবেন আপনার গাড়ি:

১. ইঞ্জিন এবং কুলিং সিস্টেম ঠিক আছে কি না, পরীক্ষা করুন।
২. নিয়মিত গাড়ির কুলেন্ট লেভেল চেক করুন।
৩. ইঞ্জিন অয়েল এবং অন্যান্য ফ্লুইডের মাত্রা ঠিক আছে কিনা, তা খতিয়ে দেখুন।
৪.অতিরিক্ত গরম হয়ে গেলে গাড়ি থামিয়ে বিশ্রাম দিন।
৫. গাড়ির জ্বালানি ট্যাঙ্ক পুরোপুরি ভর্তি করবেন না
বিশেষজ্ঞদের মতে, গরমকালে পেট্রোলচালিত (petrol-driven) গাড়ির জ্বালানি ট্যাঙ্ক (fuel tank) পুরোপুরি ভরবেন না।
৬. গাড়ির বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করুন।
৭. কোনো তার ছেঁড়া বা ঢিলে থাকলে তা ঠিক করিয়ে নিন।

জানা গিয়েছে, গাড়ির ভেতরে রোদচশমা (sunglasses), লাইটার (lighter), দেশলাই (matchbox), বিয়ারের বোতল (beer bottle) বা অ্যালকোহলজাতীয় পানীয় রাখা উচিত নয়। প্রচণ্ড গরমে এগুলি বিস্ফোরণ ঘটাতে পারে। গাড়ির ভেতরের প্রসাধনী এবং স্যানিটাইজার ব্যবহারে সতর্ক থাকুন।

কলকাতার অনেক বাস এবং গণপরিবহন (public transport) দীর্ঘদিন ধরে তেমন রক্ষণাবেক্ষণ ছাড়াই চলছে। পুরোনো বাসের যন্ত্রাংশ অনেক সময় অতিরিক্ত গরম হয়ে আগুন লাগার কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, প্রতিটি ট্রিপের পরে গণপরিবহনের গাড়িগুলির পরীক্ষা করা উচিত।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

গ্রীষ্মকালে গাড়ির রক্ষণাবেক্ষণ অবহেলা করলে তা বড় দুর্ঘটনার কারণ হতে পারে। গাড়ির ইঞ্জিন, কুলেন্ট, ব্যাটারি এবং জ্বালানি ট্যাঙ্কের প্রতি বিশেষ খেয়াল রাখার পাশাপাশি, গাড়ির ভিতরে বিপজ্জনক বস্তু না রাখাই নিরাপদ। বিশেষ করে গণপরিবহন এবং অ্যাপ-ক্যাবের ক্ষেত্রে রক্ষণাবেক্ষণের ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত। গরমের দাপটে গাড়ির অগ্নিকাণ্ড এড়াতে এখন থেকেই সতর্ক হওয়া জরুরি।