Chandrayaan-5: নয়া মাইল ফলকের জন্য প্রস্তুত ISRO, চন্দ্রযান-৫-এর জন্য অনুমোদন কেন্দ্রের

দেশ প্রযুক্তি বিজ্ঞান

নিউজ পোল ব্যুরো: আরও একবার ইতিহাস গড়ার পথে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)। কেন্দ্রীয় সরকার চন্দ্রযান-৫ মিশন-এর (Chandrayaan-5) অনুমোদন করেছে। যা ২৫০ কেজি ওজনের একটি রোভার চাঁদের পৃষ্ঠে বহন করবে। এই তথ্যই জানিয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) চেয়ারম্যান ভি নারায়ণন। এটি চন্দ্রযান কর্মসূচির অংশ হিসেবে পঞ্চম অভিযান হবে, যা ভারতীয় চন্দ্র অনুসন্ধান কর্মসূচি নামেও পরিচিত। যে অভিযানের লক্ষ্য চাঁদের মাটিতে অনুসন্ধান চালানো।

চন্দ্রযান ৩-এর সাফল্যের পরে কেন্দ্র সরকার চন্দ্রযান-৪ অভিযানের জন্য গত বছরেই অনুমোদন দিয়েছিল। যদি সমস্তকিছু ঠিক থাকে তাহলে ২০২৭ সালে চন্দ্রযান-৪ উৎক্ষেপণ করা হতে পারে। তার মধ্যেই কেন্দ্র চন্দ্রযান ৫-এর জন্য ইসরোকে প্রয়োজনীয় ছাড়পত্র দিয়ে দিল। চন্দ্রযান-৩ ‘প্রজ্ঞান’ নামে ২৫ কেজি ওজনের একটি রোভার বহন করেছিল। তবে এবার জাপানের সহযোগিতায় নতুন চন্দ্রযান-৫ মিশনে আরও ভারী ২৫০ কেজি ওজনের একটি রোভার থাকবে। ISRO-এর চেয়ারম্যান ভি নারায়ণন বলেছেন, “এই উন্নত রোভারটির লক্ষ্য চাঁদের পৃষ্ঠ এবং গঠন সম্পর্কে বিস্তারিত গবেষণা করা। মাত্র তিন দিন আগে, আমরা চন্দ্রযান-৫ মিশনের অনুমোদন পেয়েছি। আমরা জাপানের সঙ্গে সহযোগিতায় এটি করব।” এই সহযোগিতা মিশনের বৈজ্ঞানিক সক্ষমতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। চন্দ্রযান কর্মসূচি ভারতের চন্দ্র অন্বেষণ এবং একটি চন্দ্র অরবিটার, একটি ইমপ্যাক্টর, একটি সফট ল্যান্ডার এবং একটি রোভার মহাকাশযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

আরও পড়ুনঃ Humayun Kabir: হুমায়ূন কবীরের ‘ঠুসে দেব’ মন্তব্যে তৃনমূলের রোষ!

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, চন্দ্রযান-১, ২০০৮ সালে উৎক্ষেপণ করা হয়েছিল এবং সেটি সফল হয়েছিল। এটি চাঁদের পৃষ্ঠকে রাসায়নিক, খনিজ এবং ফটো-জিয়োলজিক (আলো-ভূতাত্ত্বিক) ম্যাপিং করা হয়। তারপর ২০১৯ সালে উৎক্ষেপণ করা চন্দ্রযান-২, যেটা চূড়ান্ত পর্যায়ে বিপত্তির সম্মুখীন হয়েছিল। তবে, এর অরবিটার উচ্চ-রেজোলিউশনের ছবি পাঠিয়ে চলেছে। তারপর ইতিহাস গড়ে চন্দ্রাভিযানে অন্যতম বড় সাফল্য এসেছে চন্দ্রযান ৩-এর হাত ধরে। ২০২৩ সালের ২৩ অগস্ট, চাঁদের মাটিতে পা রেখেছিল চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম। সেই সাফল্যের পরেই ২০২৪ সালে চন্দ্রযান-৪ এবং ২০২৫ সালে চন্দ্রযান-৫ (Chandrayaan-5) কেন্দ্রের অনুমোদন পেল। ইসরো ২০২৭ সালের মধ্যে চন্দ্রযান-৪ উৎক্ষেপণের লক্ষ্য রেখেছে যার উদ্দেশ্য চন্দ্রের নমুনা সংগ্রহ করা এবং পৃথিবীতে ফেরত পাঠানো।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/