Faf du Plessis: ছিলেন অধিনায়ক হয়ে গেলেন ডেপুটি

আইপিএল ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: আইপিএল ২০২৫ (IPL 2025)-এর আগে ফাফ ডু প্লেসিসকে (Faf du Plessis) ছেড়ে দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)‌। মেগা নিলামে (IPL Mega Auction) ২ কোটি টাকায় তাঁকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। ঋষভ পন্থ (Rishabh Pant) দিল্লি ছেড়ে লখন‌উ সুপার জায়ান্টসে (LSG) যাওয়ার পর মনে করা হয়েছিল তাঁকেই নেতৃত্বের দায়িত্ব দেবে দিল্লি ম্যানেজমেন্ট। পরে শোনা গিয়েছিল কে‌এল রাহুলের (KL Rahul) নাম। কিন্তু তিনি রাজি না হ‌ওয়ায় কিছুদিন আগে অধিনায়ক হিসেবে অক্ষর প্যাটেলের (Axar Patel) নাম ঘোষণা করেছে দিল্লি। আর এবার তাঁর ডেপুটি হিসেবে দায়িত্বভার তুলে দেওয়া হয় প্রাক্তন আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসিসের হাতে।

আরও পড়ুন: Corbin Bosch: পিসিবির কড়া পদক্ষেপ, বিপাকে মুম্বাই ইন্ডিয়ান্স অলরাউন্ডার

আরসিবিকে মোট ৪২টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ডু প্লেসিস (Faf du Plessis)। যার মধ্যে জয় এবং হারের সংখ্যা সমান। অর্থাৎ তাঁর আমলে ২১টি ম্যাচে জয় পেয়েছে আরসিবি। আর হেরেছে ২১টি। ২০২২ এবং ২০২৪ সালে দুবার দলকে প্লে-অফেও তুলেছিলেন তিনি। যদিও দুবার‌ই এলিমিনেটর থেকে বিদায় নেয় বেঙ্গালুরু। আরসিবির আগে চেন্নাই সুপার কিংসে খেলতেন এই প্রোটিয়া ব্যাটার। এখনও পর্যন্ত ১৪৫টি আইপিএল ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ৩৫.৯৯ গড়ে ৩৭টি অর্ধ-শতরান সহ করেছেন ৪৫৭১ রান। স্ট্রাইক রেট ১৩৬.৬৬। সর্বোচ্চ ৯৬। কিন্তু এবার আর তাঁকে ধরে রাখেনি আরসিবি কর্তৃপক্ষ। নতুন দল দিল্লিতে এসেই কাঁধে চাপল গুরুদায়িত্ব। তবে অধিনায়ক নয়, সহ-অধিনায়কের দায়িত্ব।

ঘরোয়া ক্রিকেটে নেতৃত্বের অভিজ্ঞতা থাকলেও আন্তর্জাতিক পর্যায়ে কিংবা আইপিএলেও সেভাবে কখনও ক্যাপ্টেন্সি করেননি অক্ষর। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিনের পোড়খাওয়া ক্রিকেটার ডু প্লেসিস (Faf du Plessis)। দক্ষিণ আফ্রিকা থেকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ফলে দল সামলাতে অক্ষরের সুবিধার জন্য তাঁকেও দায়িত্ব দিল ডিসি ম্যানেজম্যান্ট। এবারে কোচিং সেট‌আপ‌ও পুরোপুরি নতুনভাবে সাজিয়েছে তারা। যার মধ্যে রয়েছেন হেমাঙ্গ বাদানি (প্রধান কোচ), ভেনুগোপাল রাও (ডিরেক্টর অব ক্রিকেট), মুনাফ প্যাটেল (বোলিং কোচ), ম্যাথু মট (সহকারী কোচ), কেভিন পিটারসেন (মেন্টর) এবং জ্ঞানেশ্বর রাও ও অ্যান্টন রক্স (ফিল্ডিং কোচ)।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

আইপিএলে সচরাচর টপ অর্ডারে ব্যাট করেন ডু প্লেসিস (Faf du Plessis)। দিল্লির হয়েও অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেশার ম্যাকগার্কের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে তাঁকে। টপ অর্ডারে দ্রুত রান তোলার পাশাপাশি সিঙ্গেলস নিয়ে জুটি গড়ে বড় রান তোলার জন্য প্রসিদ্ধ তিনি। আগামী ২৪ তারিখ বিশাখাপত্তনমে লখন‌উ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথমবার আইপিএল জয়ের লক্ষ্যে অভিযান শুরু করবে দিল্লি ক্যাপিটালস।