Old Manuscript: ৪০০ বছরের পুরোনো পুঁথিতে মিলল অমুল্য তথ্য

ইতিহাস জেলা রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: দিনাজপুরের (Dinajpur) অতীত ইতিহাসকে ফিরিয়ে আনল ৪০০ বছরের পুরনো একটি পুঁথি (Old Manuscript), যা আবিষ্কৃত হয়েছে সম্প্রতি। এই পুঁথিটি, কবি জগত জীবন কর্তৃক রচিত “পদ্মা মঙ্গল” নামক এক মহাকাব্য, দীর্ঘ প্রায় ১৫ বছর আগে বালুরঘাটের (Balurghat) অধ্যাপক সমিত সাহা উদ্ধার করেছিলেন। উত্তর দিনাজপুরের (North Dinajpur) রায়গঞ্জ (Raniganj) ব্লকের গলাইসূরা গ্রামের এক কৃষকের বাড়ি থেকে এই পুঁথিটি পাওয়া যায়। পুঁথিটি (Paperback) শুধু ধর্মীয় কাব্য (Religious Poetry) হিসেবে নয়, বরং এটি তৎকালীন দিনাজপুরের সমাজ, অর্থনীতি এবং সংস্কৃতির গভীর চিত্র তুলে ধরে।

আরও পড়ুন:Suvendu Adhikari: “শুভেন্দুর ঠ্যাং ভেঙে দেব”

অধ্যাপক সাহা তাঁর গবেষণায় এই পুঁথির (Old Manuscript) মধ্যে চাঁদ সওদাগরের বাণিজ্যের বিস্তৃত তথ্য পেয়েছেন। তিনি জানিয়েছেন, চাঁদ সওদাগর দিনাজপুর অঞ্চল থেকে বিভিন্ন ধরনের পণ্য, যেমন ধোকরা শিল্প, মাসকলাইয়ের ডাল, তাঁতের কাপড়, ইত্যাদি শ্রীলঙ্কার পাটনে রপ্তানি করতেন। এসব পণ্যের বদলে তিনি শঙ্খ, গজমুক্তা, লবণ, জায়ফলসহ ১২টি মূল্যবান সামগ্রী নিয়ে আসতেন। এই বাণিজ্য তৎকালীন অর্থনৈতিক ও সাংস্কৃতিক লেনদেনের গুরুত্বপূর্ণ চিত্রকে ফুটিয়ে তোলে।

তদুপরি, অধ্যাপক সাহা তাঁর গবেষণায় দেখিয়েছেন যে, কবি জগত জীবন তাঁর রচনায় শুধু ঐতিহাসিক ঘটনা নয়, বরং দিনের দিনাজপুরের ভাষা, কুটির শিল্প, কৃষি এবং চিকিৎসাবিজ্ঞানের প্রভাবও তুলে ধরেছেন। পুঁথিতে (Old Manuscript) চাঁদ সওদাগরের ব্যক্তিত্ব ও লোকায়ত চিকিৎসা সম্পর্কিত জ্ঞানও উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে।

আরও পড়ুন: Suvendu Adhikari: বায়োমেট্রিক চালুর দাবি, মমতাকে তোপ শুভেন্দুর

এই দীর্ঘ গবেষণার পর, অধ্যাপক সাহা “আবিষ্কৃত মনসার পুঁথি: জগত জীবন বিরচিত মনসামঙ্গল” নামে একটি গবেষণামূলক বই প্রকাশ করেছেন। তাঁর মতে, এই আবিষ্কার দিনাজপুরের প্রাচীন শিল্প এবং অর্থনৈতিক ইতিহাসের পরিচায়ক। তাই তিনি সরকারের কাছে আবেদন করেছেন, দিনাজপুরের ঐতিহ্যবাহী শিল্প ও পণ্যগুলির জন্য জিআই (জিওগ্রাফিকাল ইনডিকেশন) ট্যাগ স্বীকৃতি দেওয়া হোক, যাতে বিশ্বব্যাপী এই এলাকার প্রাচীন ঐতিহ্যের গুরুত্ব স্বীকৃত হয়।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/