নিউজ পোল ব্যুরো: দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী প্রিয়া সিনেমা হলে সম্প্রতি অনুষ্ঠিত হলো Institute of Fashion and Modeling (IFM Academy)-এর উদ্যোগে (EFL Award 2025)। ফ্যাশন (Fashion) এবং লাইফস্টাইল (Lifestyle) ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত প্রতিভাবানদের কাজকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এই বিশেষ অ্যাওয়ার্ড সেরিমনি (Award Ceremony) আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ফ্যাশন এবং মডেলিং (Modeling) ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ১৯ জন প্রতিভাবান ব্যক্তিকে সম্মানিত করা হয়। পাশাপাশি, এই অনুষ্ঠান হয়ে ওঠে আরও আকর্ষণীয়, কারণ দর্শকদের জন্য আয়োজন করা হয়েছিল চারটি আলাদা ফ্যাশন শো (Fashion Show) সিকোয়েন্স।
আরও পড়ুন:- Shankar Ghosh : ফের বিস্ফোরক শংকর ঘোষ, করলেন বিরাট দাবি

এই ফ্যাশন শো-তে খ্যাতনামা ডিজাইনার সমান ভগত, অর্ণব সেনগুপ্ত এবং দেবদারুন মুখার্জির বিশেষ ডিজাইন করা পোশাকে র্যাম্পে (Ramp Walk) মডেলরা নজর কাড়েন। গ্ল্যামার (Glamour) এবং স্টাইল (Style)-এর মিশেলে এই শোটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে। অনুষ্ঠানে আরও উন্মাদনা যোগ করে উপস্থিত বিশেষ অতিথিরা। শো-স্টপার (Showstopper) হিসেবে র্যাম্পে দেখা যায় জনপ্রিয় অভিনেতা শাশ্বত চ্যাটার্জি, বিখ্যাত পরিচালক অরিন্দম শীল, মিস ইউনিভার্স সুস্মিতা রায় এবং সৌরভ মুখার্জী-কে। এই তারকাদের উপস্থিতিতে পুরো ইভেন্টটি আরও জমকালো হয়ে ওঠে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

প্রিয়া সিনেমার কর্ণধার অরিজিৎ দত্ত এই অ্যাওয়ার্ড (EFL Award 2025) অনুষ্ঠান সম্পর্কে নিজের মত প্রকাশ করে বলেন, “আমরা নতুন প্রতিভাদের স্বীকৃতি দিতে চাই, কারণ তারাই ভবিষ্যতে ফ্যাশন ও মডেলিং ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাবে। যদিও কিছু প্রবীণদেরও আমরা সম্মান জানাই, তবে আমাদের মূল লক্ষ্য নবীন প্রজন্মকে উৎসাহিত করা।” তিনি আরও বলেন, বাংলার মডেলদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলো উচ্চতা। ফ্যাশন ইন্ডাস্ট্রির বিভিন্ন বিভাগ থাকলেও র্যাম্প ওয়াক (Ramp Walk)-এর ক্ষেত্রে সাধারণত লম্বা মডেলদের বেশি প্রাধান্য দেওয়া হয়। তবে ইন্ডাস্ট্রির অন্যান্য বিভাগে সুযোগ তৈরি হচ্ছে, যেখানে উচ্চতা বড় বাধা নয়। জনপ্রিয় অভিনেতা শাশ্বত চ্যাটার্জি এই অ্যাওয়ার্ড সেরিমনিতে শো স্টপার হিসেবে র্যাম্পে হাঁটেন। এ নিয়ে তার প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমি প্রথমবার কোনো ফ্যাশন শো-তে শো স্টপার হিসেবে হাঁটতে চলেছি। আসলে, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল শুধুমাত্র ইভেন্টটি দেখার জন্য। কিন্তু শেষ মুহূর্তে জানানো হয় যে আমাকে শো স্টপার হিসেবে র্যাম্পে হাঁটতে হবে। এটা আমার জন্য এক নতুন অভিজ্ঞতা।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://www.youtube.com/live/BvETAnANtD8?si=X–svR4Vooj_uc1z
এই ফ্যাশন শো-এর ডিরেকশন (Direction) সামলেছেন বিশিষ্ট মডেল মাধবীলতা মিত্র। তার দক্ষ পরিচালনার ফলে পুরো ইভেন্টটি অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়। ফ্যাশন ও মডেলিং জগতের নবীন ও প্রবীণদের এক ছাদের নিচে এনে এই ইভেন্টটি (EFL Award 2025) এক অনন্য মাত্রা পায়। ফ্যাশন ও গ্ল্যামার (Glamour)-এর এক অসাধারণ সন্ধ্যা উপহার দিল EFL Awards Season 2। এই অ্যাওয়ার্ড সেরিমনি নতুন প্রতিভাদের জন্য যেমন উৎসাহব্যঞ্জক, তেমনি ফ্যাশন দুনিয়ার নতুন দিগন্ত উন্মোচনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।