নিউজ পোল ব্যুরো: ফের নাবালিকা অপহরণ (kidnapping Incident)! পূর্ব মেদিনীপুর জেলার এগরা (Egra) ও খেজুরি (Khejuri) , এলাকায় দুটি আলাদা নাবালিকা অপহরণের ঘটনা ঘটেছে, যেখানে পুলিশ দুটি পৃথক ঘটনার সাথে যুক্ত দু’জনকে গ্রেফতার করেছে। একদিকে, এগরা থানার জুমকি গ্রামে ১৫ বছরের এক নাবালিকা অপহরণের (Kidnapping Incident) শিকার হয়। এই ঘটনায় অভিযুক্তের দাদা সঞ্জয় বারিককে গ্রেফতার করেছে পুলিশ। যদিও অপহরণকারী প্রেমিক যুবক এখনও গ্রেফতার হয়নি এবং নিখোঁজ নাবালিকাও উদ্ধার হয়নি।
আরও পড়ুন:Gold Seized: মুম্বই বিমানবন্দরে ১০ কেজির বেশি সোনা বাজেয়াপ্ত!
পুলিশ সূত্রে খবর, এক সপ্তাহ আগে সঞ্জয়ের ভাই নাবালিকাকে অপহরণ (Kidnapped Incident) করে পালিয়ে যায়। দীর্ঘ অনুসন্ধানের পর, নাবালিকার বাবা থানায় অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ তদন্তে জানতে পারে যে, অপহরণের পেছনে নাবালিকার পরিবারের সদস্যরাও জড়িত ছিল। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে, সঞ্জয়ের দাদাকে গ্রেফতার করা হয় এবং তাকে ৭ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: Park street : উদ্ধার নয় মাসের অপহৃত শিশু, গ্রেফতার ৩
অন্যদিকে, খেজুরি থানায় একটি আরেকটি অপহরণের ঘটনা ঘটে, যেখানে ১৪ বছরের এক নাবালিকাকে অপহরণ করে পালিয়েছিল বিশ্বজিৎ দলাই নামে এক যুবক। অভিযুক্ত বিশ্বজিৎ খেজুরির ভূপতিনগরের বাসিন্দা। তার সঙ্গে মিসকলে আলাপের পর, ১০ দিন আগে সে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে অপহরণ করে। নাবালিকা নিখোঁজ হয়ে যাওয়ার পর, তার পরিবার খেজুরি থানায় অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে পুলিশ বিশ্বজিতকে গ্রেফতার করে এবং নাবালিকাকে উদ্ধার করে। সোমবার, ধৃত বিশ্বজিৎ দলাইকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়, যেখানে বিচারক তার জামিন নাকচ করে দেন এবং নাবালিকার গোপন জবানবন্দি গ্রহণ করেন।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, দুটি ঘটনার তদন্ত চলছে এবং অপহরণের পেছনে আর কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।