নিউজ পোল ব্যুরো: প্রয়াত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী (Atal Bihari Vajpayee ) সরকারের মন্ত্রী তথা বিজেপি (BJP) নেতা দেবেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাবা। ওড়িশার প্রাক্তন বিজেপি সভাপতি দেবেন্দ্র প্রধান নয়াদিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি দেবেন্দ্র প্রধানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন এবং বলেছেন, তিনি একজন জনপ্রিয় জননেতা এবং একজন দক্ষ সংসদ সদস্য ছিলেন। ওডিশার মুখ্যমন্ত্রী শোকপ্রকাশ করে লিখেছেন, “১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত কেন্দ্রীয় পরিবহন ও কৃষিমন্ত্রী হিসেবে তিনি দক্ষতার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করেছিলেন। একজন জনপ্রতিনিধি এবং সাংসদ হিসেবে, তিনি অনেক কল্যাণমূলক কাজ করে সাধারণ মানুষের ভালোবাসার পাত্র হয়ে উঠেছিলেন “তিনি সেবা এবং দৃঢ়তার মনোভাব নিয়ে রাজ্যের উন্নয়নের জন্য তার সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন” মোহন চরণ মাঝির কথায় দেশ ও রাজ্য একজন বিশিষ্ট জনসেবককে হারিয়েছে। মুখ্যমন্ত্রী তাঁর ছেলে তথা ছেলের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে কথা বলেছেন এবং শোক প্রকাশ করেছেন। অন্যদিকে ওডিশা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা নবীন পট্টনায়েক বলেন, ” দেবেন্দ্র প্রধান তাঁর অতুলনীয় সাংগঠনিক দক্ষতা এবং অটল ব্যক্তিত্বের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। ডঃ প্রধানের মৃত্যুতে রাজ্য একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং জনপ্রিয় রাজনীতিবিদকে হারিয়েছে।”
আরও পড়ুনঃ Jammu and Kashmir: উপত্যকায় শুরু সেনা-জঙ্গির, নিকেশ সন্ত্রাসবাদী
ওড়িশার রাজনীতির একজন অগ্রণী ব্যক্তিত্ব ছিলেন দেবেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। তিনি তিনবার বিজেপি রাজ্য ইউনিটের সভাপতি (১৯৮৮-১৯৯০, ১৯৯০-১৯৯৩, ১৯৯৫-১৯৯৭) ছিলেন । তিনি ওড়িশার গঠনমূলক বছরগুলিতে বিজেপির ভিত্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বিজেপির তালচের মণ্ডল সভাপতি (১৯৮০-১৯৮৩) হিসেবে রাজনৈতিক যাত্রা শুরু করেন। চিকিৎসক থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা। বিশিষ্ট চিকিৎসক পরবর্তীকালে দেওগড় লোকসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন দুবার (১৯৯৮ এবং ১৯৯৯)। তিনি কেন্দ্রীয় ভূ-পরিবহন প্রতিমন্ত্রী (১৯৯৮-১৯৯৯) হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে অটল বিহারী বাজপেয়ী সরকারে ভূ-পরিবহন ও কৃষি (১৯৯৯-২০০১) দুটি দপ্তরের দায়িত্ব পালন করেন। রাজ্য বিজেপি সভাপতি মনমোহন সামাল এবং দলীয় নেতারা প্রবীণ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। প্রভাবশালী এই রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুতে ওড়িশা জুড়ে বিভিন্ন স্তরের মানুষ শোক প্রকাশ করেছেন। রাজ্যের সর্বস্তরের মানুষ তাঁর জনসেবা এবং রাজ্য উন্নয়নের প্রতি তাঁর আজীবন নিবেদনের স্বীকৃতি জানিয়েছেন।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/