Suvendu Adhikari : ভগবানপুর ফেরাল ‘শুভেন্দুর গড়’ তত্ত্ব, কাঁটায় কাঁটায় টক্করের ইঙ্গিত

জেলা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বিধানসভা নির্বাচনের এক বছর আগেই কি শুরু হয়ে গেল শুভেন্দু ম্যাজিক? পূর্ব মেদিনীপুরের ভগবানপুর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অন্যতম খাসতালুক। বিধানসভা নির্বাচনের এক বছর আগে সেই ভগবানপুরেই ধরাশায়ী শাসকরা। ভগবানপুর ১ নম্বর ব্লকের খাজুরআড়ি সমবায় সমিতি’র নির্বাচন ছিল রবিবার। এই নির্বাচনে ১২ আসনে খাতাই খুলতে পারল না তৃণমূল। উল্টোদিকে ১২টিতেই জয়ী বিজয়ী বিজেপি।

আরও পড়ুনঃ Mamata Banerjee : ৯ বছর ফুরফুরায় ফুরফুরে মেজাজে মুখ্যমন্ত্রী

১ নম্বর ব্লকের খাজুরআড়ি সমবায় সমিতি’র নির্বাচনকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা তুঙ্গে ছিল ভগবানপুরে। কড়া পুলিশি নিরাপত্তায় শুরু হয় ভোটগ্রহণ প্রক্রিয়া। মোট ১২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বিজেপি। শেষপর্যন্ত দেখা গেল ১২ আসনেই জয়ী বিজেপি।

এর আগে কাঁথি সমবায় সমিতির নির্বাচনে কিংবা ভগবানপুরেরই অন্য এলাকার সমবায় সমিতির নির্বাচনে বিজেপির গোহারা হার প্রশ্ন তুলে দিয়েছিল ‘শুভেন্দুর গড়’ শব্দটি নিয়ে। রাজ্যের বিরোধী দলনেতার (Suvendu Adhikari) খাসতালুক বা গড় বলতে আর কিছু নেই, এমন কথাই বলা হচ্ছিল। বিজেপির রবিবারের ক্লিন সুইপ যেন দেখিয়ে দিল ‘শুভেন্দুর গড়’ শব্দটি এখনও অপ্রাসঙ্গিক তো নয়ই, বরং আগামীদিনে এইসব অঞ্চলে শাসকদের ফের টক্কর দিতে প্রস্তুত বিরোধী বিজেপি। ‌

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

যদিও সমবায় সমিতির নির্বাচনে কী হল না হল তা নিয়ে বিন্দুমাত্র হেলদোল নেই শাসক দলের। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, সমবায় সমিতির নির্বাচনে কোনো দলের প্রতীক থাকে না। তাই এই নির্বাচনে জয় নিয়ে বিজেপির উল্লসিত হওয়ার কোনো কারণ নেই। এদিকে তৃণমূল যাই দাবি করুক, বিধানসভা নির্বাচনের এক বছর আগে এই বড় জয় যে বিজেপিকে বাড়তি অক্সিজেন জোগাবে সেই বিষয়ে দ্বিমত নেই বিশ্লেষকদের একাংশের। বিশেষ করে, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) খাস তালুকে এই ফল সুদূরপ্রসারী প্রভাব ফেলবে বলে মনে করছেন তাঁরা।