Facebook: ফেসবুকের গোপন চুক্তি! সারা উইলিয়ামসের বিস্ফোরক খোলাসা

কলকাতা প্রযুক্তি বিজ্ঞান রাজ্য

নিউজ পোল ব্যুরো: একজন প্রাক্তন মেটা কর্মী, সারা উইন উইলিয়ামস (Sarah Wynn Williams), তাঁর নতুন বই “কেয়ারলেস পিপল, এ কশনারি টেল অফ পাওয়ার, গ্রিড অ্যান্ড লস্ট আইডিওলিজম” এ ফেসবুক (Facebook) (এখন মেটা) এর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ (Explosive allegations) তুলেছেন। উইলিয়ামস, যিনি প্রায় ৭ বছর মেটা-তে পলিসি মেকার (Policy Maker) হিসেবে কাজ করেছেন, দাবি করেন যে সংস্থার শীর্ষকর্তা মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) এমন একজন ব্যক্তি, যিনি চিনে ব্যবসা বৃদ্ধির জন্য সরকারের নিষেধাজ্ঞা মেনে চলতে রাজি ছিলেন এবং এমনকি সেখানকার সেন্সরশিপও (Censorship) মান্য করতে প্রস্তুত ছিলেন। তার অভিযোগ অনুযায়ী, জুকারবার্গ নিজের উদ্যোগে মেটার এআই (AI) ব্যবহার করে চীন সরকারের বিরোধী কনটেন্ট সেন্সর (Content censor) করতেও রাজি ছিলেন, যা মার্কিন কংগ্রেসের কাছ থেকে গোপন রাখা হয়েছিল।

আরও পড়ুন:OYO : ফ্রি হোটেলে থাকার দুর্দান্ত সুযোগ!

উইলিয়ামস (Williams) আরও দাবি করেন যে ফেসবুক (Facebook) মেটার কর্মসংস্কৃতি একেবারে দূষিত। বিশেষ করে জুকারবার্গ (Juও প্রাক্তন সিওও শার্ল স্যান্ডবার্গ একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য সংস্থার ভিতরে জালিয়াতি করেছেন। এ বিষয়ে মেটা মুখপাত্র পাল্টা দাবি করেছেন যে উইলিয়ামস ২০১৭ সালে সংস্থা থেকে বরখাস্ত হন এবং তদন্তে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার প্রমাণ পাওয়া গেছে। তবে, মেটা অবশ্য স্বীকার করেছে যে জুকারবার্গ চিনে ব্যবসা বাড়াতে আগ্রহী ছিলেন।

আরও পড়ুন:Snake in Icecream Bar: মিষ্টির বদলে বিষ?

এ ধরনের গুরুতর অভিযোগের প্রেক্ষাপটে, “হুইসল ব্লোয়ার” কমিউনিটির সদস্যরা, যারা বড় সংস্থা বা প্রশাসনের দুর্নীতি ফাঁস করে, উইলিয়ামসের বক্তব্যকে গুরুত্ব দিচ্ছেন। তাঁদের মতে, ফেসবুকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তথ্য সংগ্রহ করে তা বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রির অভিযোগ রয়েছে। এই অভিযোগে, ফেসবুক (Facebook) এবং গুগলের (Google) শীর্ষ কর্মকর্তাদের মার্কিন কংগ্রেসে হাজির হতে হয়েছে, যদিও তারা সব অভিযোগ অস্বীকার করেছেন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/