নিউজ পোল ব্যুরো: ভারতের বুদ্ধিজীবী মহলের জন্য গর্বের বিষয়, কারণ বিশিষ্ট শিক্ষাবিদ ও তাত্ত্বিক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক (Gayatri Chakravorty Spivak) এবার সম্মানিত হচ্ছেন হোলবার্গ পুরস্কারে (Holberg Prize)। ২০২৪ সালের জন্য এই মর্যাদাপূর্ণ পুরস্কার তাঁর নামে ঘোষণা করা হয়েছে। আগামী ৫ জুন, নরওয়ের বার্গেন (Bergen, Norway) শহরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে দেশটির যুবরাজ হাকোন (Crown Prince Haakon) তাঁর হাতে পুরস্কার তুলে দেবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, মানববিদ্যা (Humanities), আইন (Law), ধর্মতত্ত্ব (Theology) এবং সামাজিক বিজ্ঞান (Social Sciences) বিষয়ে অনন্য অবদানের জন্য দেওয়া হয় এই পুরস্কার, যা অনেকাংশে নোবেল পুরস্কারের (Nobel Prize) সমতুল্য বলে বিবেচিত।
আরও পড়ুন:- Dharmendra Pradhan: প্রয়াত বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী
গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের (Gayatri Chakravorty Spivak) নাম বিশ্বজুড়ে পরিচিত উত্তর-ঔপনিবেশিক (Postcolonial) গবেষণার এক অনন্য পথিকৃৎ হিসেবে। তাঁর প্রবন্ধ “Can the Subaltern Speak?” গবেষণাক্ষেত্রে এক যুগান্তকারী মাইলফলক। প্রান্তিক মানুষের (Subaltern) কণ্ঠস্বর, ক্ষমতার সম্পর্ক এবং সামাজিক শ্রেণিবিন্যাস নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি প্রচলিত ধ্যানধারণাকে নতুনভাবে ব্যাখ্যা করেছে। শক্তি (Power), ভাষা (Language) এবং প্রান্তিকতার (Marginalization) সম্পর্ক কীভাবে গঠিত হয়, তা নিয়ে তার বিশ্লেষণ বিশ্বজুড়ে আলোচিত হয়েছে। এছাড়াও, বিশিষ্ট ফরাসি দার্শনিক জাক দেরিদার (Jacques Derrida) “Of Grammatology” গ্রন্থের অনুবাদ করে তিনি দর্শন ও সাহিত্য জগতের গবেষকদের জন্য এক মূল্যবান সম্পদ সৃষ্টি করেছেন। দেরিদার ডিকনস্ট্রাকশন (Deconstruction) তত্ত্বের অনুবাদ ও বিশ্লেষণ তার কাজকে আরও সমৃদ্ধ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই কৃতিত্বের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
কলকাতার সেন্ট জনস ডায়োসেশনস স্কুল (St. John’s Diocesan School) এবং প্রেসিডেন্সি কলেজের (Presidency College) প্রাক্তনী গায়ত্রী স্পিভাক বর্তমানে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে (Columbia University) অধ্যাপনা করছেন। তবে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমেই তার কাজ সীমাবদ্ধ নয়। তিনি ভারতের গ্রামীণ শিক্ষাব্যবস্থার (Rural Education) উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে চলেছেন। শহর এবং গ্রামীণ শিক্ষার মধ্যে যে বৈষম্য রয়েছে, তা কমিয়ে আনার জন্য তিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://www.youtube.com/live/BvETAnANtD8?si=X–svR4Vooj_uc1z
২০০৩ সালে চালু হওয়া এই হোলবার্গ পুরস্কার (Holberg Prize) নরওয়ে সরকারের (Norwegian Government) পৃষ্ঠপোষকতায় বার্গেন বিশ্ববিদ্যালয় (University of Bergen) প্রদান করে। পুরস্কারমূল্য প্রায় ৫,৪০,০০০ মার্কিন ডলার (প্রায় ৪.৫ কোটি ভারতীয় রুপি), যা গবেষণার জগতে এটি অন্যতম বৃহৎ স্বীকৃতি হিসেবে গণ্য করা হয়। পূর্ববর্তী বিজয়ীদের মধ্যে রয়েছেন জুডিথ বাটলার (Judith Butler), ক্যাস সানস্টেইন (Cass Sunstein) এবং ওনোরা ও’নিল (Onora O’Neill)-এর মতো বিশিষ্ট চিন্তাবিদরা। তার কাজ বিশ্বজুড়ে শিক্ষাবিদ, গবেষক এবং সমাজতাত্ত্বিকদের চিন্তাধারাকে গভীরভাবে প্রভাবিত করেছে। হোলবার্গ পুরস্কার জয়ী হিসেবে গায়ত্রী স্পিভাকের (Gayatri Chakravorty Spivak) নাম যুক্ত হওয়া উত্তর-ঔপনিবেশিক গবেষণা এবং সমসাময়িক মানববিদ্যার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।