Gold Seized: মুম্বই বিমানবন্দরে ১০ কেজির বেশি সোনা বাজেয়াপ্ত!

দেশ

নিউজ পোল ব্যুরো: মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে (Chhatrapati Shivaji Maharaj International Airport) সম্প্রতি একাধিক অভিযানে শুল্ক দফতর (Customs Department) বাজেয়াপ্ত করেছে বিপুল পরিমাণ সোনা (Gold Seized)। গত ১৩ থেকে ১৫ মার্চ পর্যন্ত মোট চারটি আলাদা অভিযানে ১০ কেজিরও বেশি সোনা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৮.৪৭ কোটি টাকা। এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে তিনজন বেসরকারি বিমান সংস্থার (Private Airline Employees) কর্মী। একটি বেসরকারি বিমান সংস্থার এক কর্মীর সন্দেহজনক আচরণ দেখে শুল্ক আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশির সময় তার প্যান্টের পকেট থেকে বিশেষভাবে গলানো মোমের আকারের ছয়টি ডিম্বাকৃতি ক্যাপসুল (Gold Capsules) উদ্ধার হয়, যার মোট ওজন ২.৮ কেজি। বাজারমূল্য ২.২৭ কোটি টাকা। অবৈধভাবে সোনা পাচারের অভিযোগে ওই কর্মীকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন:- Gayatri Chakravorty Spivak: গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের মুকুটে নতুন পালক!

বিমানবন্দরের আরেক বেসরকারি সংস্থার কর্মীর কাছ থেকে উদ্ধার করা হয় ২.৯ কেজি সোনা। মোমের আকারে গলানো সাতটি ডিম্বাকৃতি ক্যাপসুলে সোনা ছিল, যা সে নিজের অন্তর্বাসের (Underwear Concealment) মধ্যে লুকিয়ে রেখেছিল। সোনা পাচারের (Gold Seized) অভিযোগে তাকেও গ্রেফতার করা হয়। শুল্ক দফতরের তৃতীয় অভিযানে বিমানবন্দরের আরও এক কর্মীর কাছ থেকে ১.৬ কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১.৩১ কোটি টাকা। তিনিও সোনা গলিয়ে মোমের আকারে তৈরি ক্যাপসুল (Wax-Coated Gold) অন্তর্বাসে লুকিয়ে রেখেছিলেন। তাকে জেরা করেই আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। একটি আন্তর্জাতিক উড়ানের (International Flight) প্যান্ট্রিতে (Pantry) আর্বজনার ব্যাগ (Garbage Bags) তল্লাশি চালানোর সময় দুটি কালো থলে (Black Bags) উদ্ধার করা হয়। এর মধ্যে মোমের মতো গলানো অবস্থায় ৩.১ কেজি সোনা পাওয়া যায়, যার বাজারমূল্য ২.৫৩ কোটি টাকা।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

চারটি অভিযানে মোট ১০ কেজিরও বেশি সোনা বাজেয়াপ্ত করা হয়েছে, যার মোট মূল্য ৮.৪৭ কোটি টাকা। পাচারকারীরা আধুনিক কৌশল ব্যবহার করে সোনা লুকিয়ে আনছিল, তবে শুল্ক দফতরের সতর্ক নজরদারির ফলে এই চক্র ফাঁস হয়ে যায়। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পাচার চক্রের (Gold Smuggling Racket) মূল চক্রীদের সন্ধান চালাচ্ছে তদন্তকারী সংস্থা। সাম্প্রতিক সময়ে বেঙ্গালুরু বিমানবন্দরে (Bangalore Airport) কন্নড় অভিনেত্রী রান্য রাওয়ের (Ranya Rao) কাছ থেকে ১৪ কোটি টাকার সোনা উদ্ধারের ঘটনায় দেশজুড়ে সোনা পাচারের বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে। মুম্বইয়ের এই ঘটনায় আবারও স্পষ্ট হয়ে গেল, বিমানবন্দরগুলিকে পাচারকারীরা কতটা সহজ পথ হিসেবে ব্যবহার করছে। শুল্ক দফতর এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলি (Law Enforcement Agencies) এখন আরও কঠোর নজরদারির মাধ্যমে এই ধরনের অপরাধ রুখতে তৎপর হয়ে উঠেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://www.youtube.com/live/BvETAnANtD8?si=X–svR4Vooj_uc1z