নিউজ পোল ব্যুরো: যারা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (Hindustan Aeronautics Limited – HAL)-এ চাকরি করতে আগ্রহী, তাদের জন্য দারুণ একটি সুযোগ আসছে। HAL সম্প্রতি ভিজিটিং কনসালটেন্ট (Arthroscopy) পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ (HAL Recruitment 2025) করেছে। যোগ্য প্রার্থীরা দ্রুত HAL-এর অফিসিয়াল ওয়েবসাইট (hal-india.co.in) ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।এই নিয়োগের জন্য আবেদন করার শেষ তারিখ ২১ মার্চ ২০২৫। যেসব প্রার্থীরা এখনও আবেদন করেননি, তারা যেন দ্রুত নির্ধারিত নিয়ম অনুসারে আবেদন সম্পন্ন করেন। ইমেল (Email) বা অন্য কোনও অনলাইন পদ্ধতিতে আবেদন গ্রহণ করা হবে না, শুধুমাত্র ডাকযোগে আবেদন পাঠানো যাবে।
আরও পড়ুন:- CU Phd Admission: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি বিভাগে ভর্তি শুরু!
এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই কিছু যোগ্যতা (HAL Recruitment 2025) থাকতে হবে— শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification): স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে MBBS ডিগ্রির পাশাপাশি MS/DNB (Ortho) ডিগ্রি থাকা বাধ্যতামূলক। এছাড়া, আর্থ্রোস্কোপি-তে ফেলোশিপ (Fellowship in Arthroscopy) থাকতে হবে। অভিজ্ঞতা (Experience): সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা (Minimum 5 Years of Experience) থাকতে হবে। বয়স সীমা (Age Limit): আবেদনকারীর বয়স 65 বছরের বেশি হওয়া যাবে না।এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি ভিজিটে সর্বোচ্চ ৭ হাজার- পর্যন্ত প্রদান করা হবে। বেতন মূলত প্রার্থীর যোগ্যতা (Qualification) ও অভিজ্ঞতার (Experience) ভিত্তিতে নির্ধারিত হবে। এছাড়াও, পরিবহন খরচ (Transportation Charges) আলাদাভাবে প্রদান করা হবে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
যারা ভিজিটিং কনসালটেন্ট (Arthroscopy) কাজের জন্য আবেদন করতে চান, তাদের নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র পূরণ করতে হবে। এরপর নিম্নলিখিত গুরুত্বপূর্ণ নথিগুলোর স্ব-প্রত্যয়িত (Self-attested) কপি সংযুক্ত করতে হবে—জন্ম তারিখের প্রমাণ (Proof of Date of Birth), শিক্ষাগত যোগ্যতার নথি (Educational Certificates), অভিজ্ঞতার নথি (Experience Certificates)।এরপর আবেদনপত্রটি একটি খামে ভরে উপরে স্পষ্টভাবে লিখতে হবে— “Application for the post of Visiting Consultant (Arthroscopy)”এরপর আবেদন পাঠাতে হবে নিম্নলিখিত ঠিকানায়— চিফ ম্যানেজার (এইচআর), ইন্ডাস্ট্রিয়াল হেলথ সেন্টার, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL Bangalore Complex)সুরঞ্জনদাস রোড (পুরানো বিমানবন্দরের কাছে) ব্যাঙ্গালোর – 560017।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://www.youtube.com/live/BvETAnANtD8?si=X–svR4Vooj_uc1z
আবেদন পাঠানোর শেষ তারিখ ২১ মার্চ ২০২৫। নির্ধারিত সময়ের পরে আবেদন গ্রহণ করা হবে না। ইমেলের মাধ্যমে (Email) কোনও আবেদন গ্রহণযোগ্য নয়।আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় সব নথি যুক্ত না থাকলে আবেদন বাতিল হতে পারে। যদি আপনি এই পদের জন্য (HAL Recruitment 2025) যোগ্য হন, তাহলে HAL Recruitment 2025-এর সুযোগ হাতছাড়া করবেন না! আজই আবেদন করুন!