Humayun Kabir: হুমায়ূন কবীরের ‘ঠুসে দেব’ মন্তব্যে তৃনমূলের রোষ!

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভরতপুরের তৃণমূল (TMC) বিধায়ক হুমায়ুন কবীর, শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিয়ে তাঁর “ঠুসে দেওয়া” মন্তব্যে অনড় রয়েছেন। তার শোকজের জবাবে তৃণমূলের (TMC) শৃঙ্খলা রক্ষা কমিটি সন্তুষ্ট হয়নি, ফলে মঙ্গলবার তাকে শৃঙ্খলা কমিটির সামনে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে (Political circles) আলোচনা চলছে যে, দল কি হুমায়ুনের (Humayun Kabir) বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ (Harsh action) নেবে।

আরও পড়ুন: Jhargram: সবজি ফেলে বিক্ষোভ চাষীদের!

এই বিতর্কের সূত্রপাত হয়েছিল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) এক বক্তব্য থেকে, যেখানে তিনি মুসলিম বিধায়কদের সম্পর্কে মন্তব্য করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে, হুমায়ুন কবীর (Humayun Kabir) পালটা বলেন, “আমাকে মারতে এলে রসগোল্লা খাওয়াব নাকি? ঠুসে দেব।” তিনি আরো বলেন, “ক্ষমতা থাকলে মুর্শিদাবাদে (Murshidabad)এসে দেখুন, কীভাবে মোকাবিলা করি।”

এ মন্তব্যে তৃণমূলের (TMC) অন্দরেও তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী, গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে এই মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। এর পরেই শৃঙ্খলা রক্ষা কমিটি হুমায়ুনকে (Humayun Kabir) শোকজ করে এবং ২৪ ঘণ্টার মধ্যে তার জবাব তলব করা হয়। শনিবার হুমায়ুন তার জবাব দেন, তবে তিনি বারবার একই কথা বলেন—তার মতে, ধর্মের আগে দল নয়।

আরও পড়ুন:New Market: শুরু ঐতিহ্যবাহী নিউ মার্কেটের সংস্করণের কাজ

শোকজের পরিপ্রেক্ষিতে শৃঙ্খলা রক্ষা কমিটি তার জবাব সন্তোষজনক মনে করেনি। সোমবার শোভনদেব চট্টোপাধ্যায় (Sovondeb Chatterjee), ফিরহাদ হাকিম (Firhad Hakim), অরূপ বিশ্বাস (Arup Biswas) ও চন্দ্রিমা ভট্টাচার্যদের (Chandrima Bhattacharya) নিয়ে বৈঠক হয়, যেখানে হুমায়ুনের মন্তব্য দলের আদর্শের পরিপন্থী বলে উল্লেখ করা হয়। শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “একজন বিধায়ক হিসেবে এমন মন্তব্য করা অনুচিত। এভাবে জাতি নিয়ে কথা বলা সংবিধানের অবজ্ঞা।” এর পরই হুমায়ুনকে মঙ্গলবার শৃঙ্খলা কমিটির সামনে উপস্থিত থাকতে বলা হয়, এবং তাকে নির্দিষ্ট কিছু নির্দেশ দেওয়া হবে, যা মানতেই হবে। দল না মানলে কি কঠোর শাস্তি হতে পারে, তা নিয়ে এখন রাজনৈতিক জল্পনা চলছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/