IIHM KOLKATA: ৩২ বছর পার,হোটেল ম্যানেজমেন্টে নতুন দিগন্ত

কলকাতা জেলা রাজ্য শহর

নিউজ পোল বাংলা: রবিবার সল্টলেকের সেক্টর ফাইভে অবস্থিত আইআইএইচএম কলকাতা (IIHM KOLKATA) (International Institute of Hotel Management) এর গ্লোবাল ক্যাম্পাসে উদযাপিত হলো প্রতিষ্ঠানটির ৩২ তম প্রতিষ্ঠা দিবস। এই বিশেষ দিনটি কেক কেটে শুরু করেন ডক্টর সুবর্ণ বোস (Dr. Suborno Bose,Chairman & Chief Mentor of IIHM) এবং ডিরেক্টর সংযুক্তা বোস (Sanjukta Bose Director, IIHM Kolkata)। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে মডেল রিচা শর্মা, সুবীর দাস (রিলায়েন্স রিটেল এর ডেপুটি জেনারেল ম্যানেজার), ইমরান জাকি (সেক্রেটারি, সেন্ট স্টিফেন স্কুল), মডেল রুনা লাহা সহ অনেক হোটেল প্রতিনিধি এবং বর্তমান ছাত্র-ছাত্রীরা।

আরও পড়ুন:Kidnapping Incident: এগরা-খেজুরি অপহরণ কাণ্ডে নতুন মোড়! গ্রেফতার ২

ডক্টর সুবর্ণ বোস (Dr. Suborno Bose) একান্তে নিউজপোল বাংলাকে (News Pole Bangla) জানান, “আমাদের যাত্রা শুরু হয়েছিল ১৯৯৪ সালে IAM (Indian Academy of Management) এর মাধ্যমে। তারপর ১৯৯৪ সালের শেষে সল্টলেকে IIHM প্রতিষ্ঠিত হয়েছিল মাত্র ২৬ জন ছাত্র-ছাত্রীর সাথে। এরপর আমরা EC ব্লকে স্থানান্তরিত হই এবং ২০০১ সালে ইন্ডিসমার্ট (Indismart) হোটেলে আমাদের প্রধান ক্যাম্পাস প্রতিষ্ঠা করি। এই যাত্রার পর, আমাদের ক্যাম্পাসের সংখ্যা বেড়ে এখন ভারতের বিভিন্ন শহরে প্রায় ৮টি হয়ে দাঁড়িয়েছে। বিদেশে আমরা বর্তমানে ব্যাংকক, সামারখন্দ, এবং সিঙ্গাপুরে ক্যাম্পাস পরিচালনা করছি। ২০২৬ সালের মধ্যে ৫০টি ক্যাম্পাস চালুর পরিকল্পনা রয়েছে।”

আরও পড়ুন:EFL Award 2025: প্রিয়া সিনেমায় অনুষ্ঠিত হলো EFL Awards!

ডিরেক্টর সংযুক্তা বোস (Sanjukta Bose) জানান, “আমাদের যাত্রা ছোট্টভাবে শুরু হলেও সময়ের সাথে সাথে সারা ভারত ও আন্তর্জাতিক অঙ্গনে আমাদের প্রতিষ্ঠানের সাফল্য বৃদ্ধি পেয়েছে। বর্তমানে আমরা ১৬টি রাজ্যে ক্যাম্পাস পরিচালনা করছি, এবং ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এর প্রযুক্তির ব্যবহারে হসপিটালিটি ম্যানেজমেন্টের চাহিদা বাড়ছে।”

আইআইএইচএমের (IIHM KOLKATA) এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলেজে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ছাত্র-ছাত্রীরা তাদের প্রতিভা প্রদর্শন করে। পাশাপাশি, কয়েকজন প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সম্মাননা জানানো হয়। ডক্টর বোস (Dr. Bose) নিউজ পোল বাংলা (News Pole Bangla)-র সাথে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন, যা প্রতিষ্ঠানটির ভবিষ্যতের পরিকল্পনাগুলিকে আরও গতিশীল করবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/