Jhargram: সৌন্দর্য উপভোগ করতে গিয়ে হতাশায় ভ্রমণপ্রেমীরা,কেন ?

জেলা

নিউজ পোল ব্যুরো: অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম (Jhargram) জেলায় ঘুরতে এসে প্রবল গরমের (Extreme Heat) কবলে পড়ে পর্যটকদের মুখে হতাশার ছাপ। এই সময় প্রকৃতির অপরূপ শোভা উপভোগের আশায় দূর-দূরান্ত থেকে ভ্রমণপ্রেমীরা ঝাড়গ্রামে (Jhargram) আসলেও, প্রচণ্ড তাপপ্রবাহ (Heatwave) এবং অসহনীয় আবহাওয়ার কারণে ঘোরাঘুরির আনন্দ একেবারেই ফিকে হয়ে গেছে।

আরও পড়ুন: Jhargram: হাতির হামলায় বিপর্যস্ত গ্রামবাসী, রাতভর তাণ্ডবে ধ্বংস ফসল

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝাড়গ্রাম জেলা জুড়ে দিনের বেলায় তাপমাত্রা (Temperature) ৪০ ডিগ্রি সেলসিয়াসের (Celsius) কাছাকাছি পৌঁছে গিয়েছে। সকাল থেকেই সূর্যের তীব্র রোদ (Scorching Sun) এবং উষ্ণ বাতাস (Hot Winds) মানুষের নাজেহাল হওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। দুপুরের দিকে অবস্থা আরও খারাপ হয়ে উঠছে, যখন বাইরের পরিবেশ একেবারে অসহ্য হয়ে উঠছে। ঝাড়গ্রাম মূলত তার ঘন জঙ্গল (Dense Forest), ঐতিহাসিক স্থান (Historical Places) এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের (Natural Beauty) জন্য পরিচিত। শীতের মরসুমে কিংবা বর্ষাকালে এই জায়গাটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। কিন্তু এই তীব্র গরমে (Severe Heat) এখানকার জনপ্রিয় পর্যটনস্থল (Tourist Destinations) যেমন ঝাড়গ্রাম রাজবাড়ি (Jhargram Rajbari), খড়িকাবন (Kharika Forest), চিল্কিগড় কংসাবতী নদীর (Chilkigarh Kansabati River) তীরবর্তী এলাকা এবং অন্যান্য বনাঞ্চলে ঘুরতে এসে সমস্যায় পড়ছেন পর্যটকরা।

গরমের দাপটে (Heatwave Effect) অনেকেই দিনের বেলায় বাইরে বেরোতে পারছেন না। যারা সকাল বা সন্ধ্যার দিকে একটু স্বস্তি খুঁজছেন, তারাও আর্দ্রতাজনিত (Humidity) কারণে অস্বস্তিতে ভুগছেন। পর্যটকদের অভিযোগ, তীব্র গরমের জন্য বনভ্রমণ (Jungle Safari) কিংবা ঐতিহাসিক স্থান পরিদর্শন (Sightseeing) করাও কঠিন হয়ে উঠছে। অনেকে তাই নির্ধারিত সময়ের আগেই ফিরে যাচ্ছেন কিংবা হোটেলের ঘরে শীতাতপ নিয়ন্ত্রিত (Air-Conditioned) পরিবেশে থাকার সিদ্ধান্ত নিচ্ছেন। শুধু পর্যটকরাই নয়, এই অসহনীয় আবহাওয়ার (Extreme Weather) কারণে স্থানীয় বাসিন্দারাও ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন। কৃষক থেকে শুরু করে ব্যবসায়ী, সকলেই গরমের দাপটে (Scorching Heat) নাজেহাল। বিকেলের দিকে কিছুটা স্বস্তি মিললেও, সারাদিনের উত্তাপ এবং গরম বাতাসের (Hot Air) প্রভাবে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

আবহাওয়া দফতর (Meteorological Department) সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন ঝাড়গ্রামে একইরকম চড়া তাপমাত্রা বজায় থাকবে। তবে হালকা কালবৈশাখীর (Nor’wester) সম্ভাবনা থাকলেও, তার জেরে খুব একটা স্বস্তি পাওয়া যাবে না। বিশেষজ্ঞদের মতে, মে মাসের শেষের দিকে কিংবা জুনের শুরুতে বর্ষা (Monsoon) এলেই এই অসহনীয় গরম থেকে রেহাই মিলবে।