Koel Mallick: কোয়েলকে দেখে অবাক হয়েছিলেন রানে! কিন্তু কেন?

পেজ 3

নিউজ পোল ব্যুরো: টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick) বরাবরই দর্শকদের মন জয় করে এসেছেন তার সৌন্দর্য, অভিনয় দক্ষতা এবং মিষ্টি ব্যবহার দিয়ে। দেব (Dev) ও জিতের (Jeet) সঙ্গে তার জুটি বহু ছবিতে সুপারহিট হয়েছে। কিন্তু পর্দার রোমান্স কখনও ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেনি। কারণ তার হৃদয় জয় করেছিলেন প্রযোজক নিসপাল রান (Nispal Singh Rane)।কোয়েলকে প্রথম দেখার মুহূর্তেই মুগ্ধ হয়ে গিয়েছিলেন রানে। তার চোখে কোয়েল ছিলেন একদম সাধারণ, নিরহংকার ও মাটির মানুষ। একজন বড় মাপের অভিনেত্রী হয়েও এত সাধারণ কীভাবে থাকা যায়, সেই প্রশ্নই ঘুরছিল রানের মনে। ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, বাড়তে থাকে ঘনিষ্ঠতা।

আরও পড়ুন:- Omi Vaidya: থ্রি ইডিয়টসের চতুর রামলিঙ্গম এখন স্টাইল আইকন!

কোয়েল (Koel Mallick)ও রানের সম্পর্কের শুরু বেশ গোপনেই ছিল। খুব কম মানুষই জানতেন তাঁদের এই বিশেষ বন্ধনের কথা। তাঁদের প্রথম ডেটিং হয়েছিল রায়চকে (Raichak)। সেখান থেকে একসঙ্গে ফেরার পথে তারা বুঝতে পারেন যে তাদের সম্পর্ক শুধুই বন্ধুত্বের গণ্ডির মধ্যে আটকে নেই, বরং একে অপরের প্রতি আলাদা অনুভূতি তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে নিজেদের প্রেম (Love Life) গোপন রেখেছিলেন কোয়েল ও রানে। কিন্তু সত্যি চিরকাল চাপা থাকে না। একদিন তাদের প্রেমকাহিনি পরিবারের (Family) সামনে প্রকাশ পেয়ে যায় এক মজার ঘটনায়। কোয়েল নিজে থেকে বিষয়টি জানাবেন কি না, তা নিয়ে দোটানায় ছিলেন। তখনই আচমকা তার বাবা, টলিউডের কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) খাবারের টেবিলে বলে বসেন— “রানে ছেলেটি কিন্তু বেশ ভাল।”এতেই যেন হাঁফ ছেড়ে বাঁচেন কোয়েল! পরিবারের সায় পাওয়ার পর তাদের সম্পর্ক আরও দৃঢ় হয় এবং শেষমেশ গাঁটছড়া বাঁধেন তাঁরা। দীর্ঘ প্রেমপর্বের পর কোয়েল ও রানে বিয়ের (Wedding) বন্ধনে আবদ্ধ হন। তাদের সুখী দাম্পত্য জীবন টলিউডের অন্যতম অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের পরিবারও সম্পূর্ণ হয়েছে, তাদের এক সন্তান রয়েছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

মাঝেমধ্যেই তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন গুজব ছড়ায়, বিশেষ করে বিচ্ছেদের (Divorce Rumors) খবর। তবে কোয়েল ও রানে বারবার প্রমাণ করেছেন যে তাদের সম্পর্ক অটুট। তাঁরা একে অপরকে যথেষ্ট সম্মান ও ভালোবাসা দেন, যা তাদের দাম্পত্য জীবনের প্রধান ভিত্তি। কোয়েল ও রানে শুধু দম্পতি নন, তারা একে অপরের পরিপূরক। তাদের প্রেম, বন্ধুত্ব ও বোঝাপড়া টলিউডের অন্য দম্পতিদের জন্য অনুপ্রেরণা। ফিল্ম ইন্ডাস্ট্রির ঝলমলে জগতের বাইরে তাদের সম্পর্ক একেবারেই স্বাভাবিক ও সাধারণ, যা তাদের অনন্য করে তোলে। এভাবেই প্রেম, বন্ধুত্ব ও বিশ্বাসের এক সুন্দর গল্প তৈরি করেছেন কোয়েল মল্লিক ও নিসপাল রানে, যা টলিউডে এক মিষ্টি দৃষ্টান্ত হয়ে থাকবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://www.youtube.com/live/BvETAnANtD8?si=X–svR4Vooj_uc1z