Maitys Elderly Care: বয়স্কদের জন্য বিশেষ সেবা, জানুন নতুন উদ্যোগ

Life style oftbeat স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: আজকের সমাজে বয়স্ক বাবা-মায়েদের জীবনযাপন একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যারা নিঃসন্তান বা কর্মসূত্রে দূরে বাস করছেন, তাদের জন্য একাকীত্ব এবং দেখাশোনার অভাব একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কলকাতা সহ ভারতে বৃদ্ধ-বৃদ্ধাদের সংখ্যা দিন দিন বাড়ছে, আর এই পরিস্থিতি মোকাবেলা করতে অনেকেই একাকী জীবনযাপন করছেন। এমন এক পরিস্থিতিতে, দুই বন্ধুর উদ্যোগে তৈরি হয়েছে Maitys Elderly Care নামে একটি নতুন সেবা। যা বয়স্কদের জন্য একটি আশার আলো হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুনঃ Balurghat: মৌমাছির হানায় আতঙ্ক, আহত ১৫ জন

মনোজ মাইতি এবং তার বন্ধু সৌরভ ব্যানার্জি নিউজ পোল বাংলাকে জানান, তারা একসময় বহুজাতিক কোম্পানিতে চাকরি করতেন, কোভিড মহামারির সময় এক বৃদ্ধকে দেখে এই সমস্যার সমাধান খুঁজতে শুরু করেন। বারান্দায় বসে একদিন মনোজ মাইতি লক্ষ্য করেন এক বৃদ্ধলোক দুটি ভারী বাজারের থলি নিয়ে কষ্ট করে হাঁটছেন। তিনি তার কাছে গিয়ে জানতে পারেন, বৃদ্ধের সন্তানরা কর্মসূত্রে বিদেশে বসবাস করেন এবং তাকে একা সংসার চালাতে হয়। এই অভিজ্ঞতা মনোজ মাইতির মনে গভীর প্রভাব ফেলে, এবং তিনি সিদ্ধান্ত নেন এই বৃদ্ধ-বৃদ্ধাদের সাহায্যের জন্য কিছু করতে হবে।

ফলে, তারা প্রতিষ্ঠা করেন “Maitys Elderly Care” এবং “Nestcare Techserv Pvt Ltd” নামক একটি সংস্থা, যার লক্ষ্য বয়স্কদের জন্য ২৪ ঘণ্টা সেবা প্রদান করা। তারা একে অপরকে সাহায্য করার জন্য একটি সিস্টেম তৈরি করেন, যাতে সদস্যরা তাদের বাড়িতে, হাসপাতালে, বা অন্যান্য জরুরি প্রয়োজনে সাহায্য পেতে পারেন। সেবা হিসেবে তাদের অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা যায়, যা গুগল প্লে স্টোরে উপলব্ধ। এই অ্যাপের মাধ্যমে যে কোনো সময়, যে কোনো স্থান থেকে বয়স্কদের জন্য সাহায্য নেওয়া সম্ভব।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

Maity’s Elderly Care বর্তমানে কলকাতা, রাঁচি, জামশেদপুর, ধানবাদ, ভুবনেশ্বর, সম্বলপুর, কটক সহ বেশ কিছু শহরে সেবা প্রদান করছে এবং শীঘ্রই পুনে, লাকনো, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, এবং মুম্বাইতেও এই সেবা চালু করতে চলেছে। সংস্থাটি সাশ্রয়ী মূল্যে এই পরিষেবা প্রদান করে, যাতে প্রতিটি বয়স্ক মানুষই সাহায্য পায়।

এখন আর কোনো চিন্তা নেই, বয়স্কদের জন্য শুধু একটাই নম্বর— ৯০০৭৮৩৩৯৩৩।