Rail Maintenance: নন্দকুমারে বন্ধ রেলগেট! যান চলাচলে সমস্যা

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: রেল লাইনের মেরামতির (Rail Maintenance) কারণে নন্দকুমারে যান চলাচলে নিষেধাজ্ঞা। পূর্ব মেদিনীপুর (East Midnapore) জেলার নন্দকুমারে (Nandakumar) তমলুক-দিঘা (Tamluk-Digha) রেল লাইনে মেরামতির (Rail Maintenance) কাজের জন্য আগামী ১৭ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের যান চলাচলে নিষেধাজ্ঞা (Ban) আরোপ করা হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলওয়ে (South Eastern Railway) কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সময়ে নন্দকুমার রেল গেট (Nandakumar Railgate) বন্ধ থাকবে। রেল গেটটি রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে, এবং এই সময়ে রেলপথের মাধ্যমে যান চলাচল করতে পারবে না।

আরও পড়ুন:Sealdah Station: ট্রেনে অস্ত্র পাচারের চেষ্টা,গ্রেফতার ১

এটি একটি জরুরি মেরামতির কাজ, এবং দক্ষিণ-পূর্ব রেলওয়ে (South Eastern Railway) কর্তৃপক্ষ কাজটি ১-২ দিনের মধ্যে শেষ করার চেষ্টা করছে। কাজ শেষ হলে রেলগেট খুলে দেওয়া হবে এবং যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে। তবে, এই সময়ে হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক দিয়ে যাতায়াতকারীদের জন্য কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। কারণ, রেলগেট বন্ধ থাকলে সড়কপথের যোগাযোগ বাধাগ্রস্ত হবে।

আরও পড়ুন: Car Fire : বাড়ছে গাড়িতে আগুনের ঝুঁকি, রক্ষণাবেক্ষণ কতটা জরুরি?

এই ব্যস্ত রাজ্য সড়কটি পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। যাত্রীরা যারা রাত ৯টার পরে সড়কপথে চলাচল করবেন, তাদের অন্য আরেকটি পথ হিসেবে নারায়ণপুর এবং রুপনারায়নপাড়া রাস্তা ব্যবহার করতে হবে। এছাড়াও, যেসব যাত্রীরা হলদিয়া যাচ্ছেন, তাদের ১১৬ নম্বর জাতীয় সড়ক ধরে যাতায়াত করতে হবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

সর্বোপরি, এই মেরামতি (Rail Maintenance) কাজের কারণে কিছু সময়ের জন্য নন্দকুমার রেলগেটের মাধ্যমে যান চলাচল বন্ধ থাকবে, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, কাজ দ্রুত শেষ হবে এবং যাত্রীদের কোনও বড় সমস্যা হবে না।