Bank Strike: সপ্তাহের শুরুতেই ব্যাঙ্ক ধর্মঘট!

দেশ

নিউজ পোল ব্যুরো: সপ্তাহের শুরুতেই সাধারণ মানুষের জন্য আসতে চলেছে বড়সড় ভোগান্তি। কারণ, আগামী ২৪ এবং ২৫ মার্চ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট (Bank Strike) হতে চলেছে। যার জেরে ব্যাঙ্কিং (Bank Strike) পরিষেবা (Banking Services) ব্যাহত হওয়ার পাশাপাশি এটিএম (ATM) পরিষেবাতেও বড়সড় প্রভাব পড়তে পারে। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্স (United Forum of Bank Unions – UFBU)-এর নেতৃত্বে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলির অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলিতে নিয়োগ (Recruitment) বন্ধ রয়েছে। ফলে অনেক শূন্যপদ তৈরি হয়েছে, যা গ্রাহক পরিষেবাকে (Customer Service) মারাত্মকভাবে প্রভাবিত করছে। কর্মীদের সংখ্যা কম থাকার কারণে বর্তমান কর্মীদের ওপর অতিরিক্ত কাজের চাপ পড়ছে।

আরও পড়ুন:- Gold Seized: মুম্বই বিমানবন্দরে ১০ কেজির বেশি সোনা বাজেয়াপ্ত!

এছাড়াও ব্যাঙ্ক কর্মীদের পাঁচদিনের সপ্তাহ (Five-Day Banking) চালুর দাবি দীর্ঘদিন ধরে রয়েছে, কিন্তু ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (Indian Banks’ Association – IBA) এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ ভাতা (Allowance) চালুর প্রতিশ্রুতি দেওয়া হলেও, তা এখনও বাস্তবায়িত হয়নি। এই সমস্ত বিষয় নিয়েই ক্ষোভ প্রকাশ করেছে ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলি। এই সমস্ত দাবির প্রেক্ষিতে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন আইবিএ (IBA)-র সঙ্গে ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলির একাধিকবার বৈঠক হয়েছে (Bank Strike)। তবে সেই বৈঠক ফলপ্রসূ হয়নি। ফলে বাধ্য হয়ে কর্মী সংগঠনগুলির মঞ্চ ২৪ ও ২৫ মার্চ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

দু’দিন ব্যাঙ্ক বন্ধ থাকার কারণে চেক ক্লিয়ারেন্স (Cheque Clearance), টাকা তোলা ও জমার (Cash Withdrawal & Deposit), লোন প্রসেসিং (Loan Processing)-এর মতো গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হতে পারে। এটিএম (ATM Services) পরিষেবাতেও প্রভাব পড়তে পারে, কারণ ব্যাঙ্ক বন্ধ থাকায় নগদ টাকা সরবরাহ ব্যাহত হতে পারে। অনলাইন ব্যাঙ্কিং (Online Banking) এবং মোবাইল ব্যাঙ্কিং (Mobile Banking) চালু থাকবে, তবে ব্যাঙ্ক-সম্পর্কিত কিছু পরিষেবা এতে প্রভাবিত হতে পারে। ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের আর্থিক লেনদেনে সমস্যা হতে পারে (Bank Strike?। যেহেতু দু’দিন ব্যাঙ্ক ধর্মঘট চলবে, তাই গ্রাহকদের উচিত আগে থেকেই প্রয়োজনীয় নগদ টাকা তুলে রাখা এবং গুরুত্বপূর্ণ ব্যাঙ্কিং কাজ আগেই সম্পন্ন করা। অনলাইন লেনদেনের (Digital Transactions) মাধ্যমে বিকল্প ব্যবস্থা রাখাও ভালো হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://www.youtube.com/live/BvETAnANtD8?si=X–svR4Vooj_uc1z

ব্যাঙ্ক ইউনিয়নগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, যদি দাবিগুলির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না নেওয়া হয়, তবে ভবিষ্যতে আরও বড়সড় আন্দোলনের পথে হাঁটতে পারে তারা। তাই এখন দেখার বিষয়, এই ধর্মঘটের পর সরকার ও ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে কী সিদ্ধান্ত নেওয়া হয়। দুই দিনের এই ব্যাঙ্ক ধর্মঘট সাধারণ গ্রাহকদের জন্য যথেষ্ট অসুবিধার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই আগেভাগে প্রস্তুতি নিয়ে রাখা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে, ব্যাঙ্ক কর্মীদের দাবিগুলিও গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এমন ধর্মঘটের প্রয়োজন না পড়ে।