New Market: শুরু ঐতিহ্যবাহী নিউ মার্কেটের সংস্করণের কাজ

কলকাতা

নিউজ পোল ব্যুরো: কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় বিপণি কেন্দ্র নিউ মার্কেট (New Market) শীঘ্রই নতুন রূপ পেতে চলেছে। দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থা এবং পরিকাঠামোগত সমস্যার সমাধানের জন্য রাজ্য সরকার বড়সড় সংস্কার প্রকল্প গ্রহণ করেছে। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তৃণমূল কংগ্রেস (TMC) বিধায়ক অপূর্ব সরকারের (Apurba Sarkar) এক প্রশ্নের উত্তরে তিনি জানান, নিউ মার্কেটের সংস্কার ও পরিকাঠামোগত উন্নয়নের জন্য ২৬ কোটি ১৮ লক্ষ টাকার বেশি বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন: Dharmendra Pradhan: প্রয়াত বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

নিউ মার্কেটের (New Market Kolkata) ঐতিহ্য বজায় রেখে আধুনিকীকরণ করা হবে। ২০২৩ সালেই এই প্রকল্পের জন্য রাজ্য সরকার অর্থ বরাদ্দ করেছে। মার্কেট চত্বরে পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি অগ্নি-নির্বাপণ ব্যবস্থা (fire safety system), জলনিকাশি ব্যবস্থা (drainage system) এবং বিদ্যুৎ সংযোগের (electric wiring) উন্নতি করা হবে। দীর্ঘদিন ধরে মার্কেটের ভেতরে এবং আশপাশে নানা সমস্যা দেখা দিয়েছে, বিশেষ করে অগ্নিকাণ্ডের ঝুঁকি এবং প্রবেশ ও বাহিরপথে বিশৃঙ্খলার অভিযোগ দীর্ঘদিনের। এই প্রকল্পের প্রযুক্তিগত পরিকল্পনার জন্য রাজ্যের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কে পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করা হয়েছে। মন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল ইতিমধ্যেই এই প্রকল্পের চূড়ান্ত পরিকল্পনা তৈরির কাজ করছে। পরামর্শ ফি হিসেবে ৬৪ লক্ষ ২৮ হাজার টাকার বেশি অর্থ বিশ্ববিদ্যালয়কে প্রদান করা হয়েছে। চূড়ান্ত পরিকল্পনা অনুমোদিত হলেই সংস্কার কাজ দ্রুত শুরু করা হবে।

নিউ মার্কেট এবং তার সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে হকারদের (hawkers) সমস্যা রয়েছে। পথচারী এবং ক্রেতাদের চলাচলে অসুবিধার পাশাপাশি ব্যবসায়ীদের অভিযোগ, স্থায়ী দোকানগুলির ব্যবসার ক্ষতি হচ্ছে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী জানিয়েছেন, হকারদের পুনর্বাসন এবং একটি সুষ্ঠু নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করার জন্য সরকার ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে। এই সমস্যার সমাধানে বিকল্প জায়গা খোঁজার পাশাপাশি নতুন নীতি তৈরি করা হচ্ছে। ১৮৭৪ সালে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত নিউ মার্কেট কলকাতার অন্যতম পুরনো ও জনপ্রিয় বিপণি কেন্দ্র। এই মার্কেট শুধু শহরবাসীদের নয়, পর্যটকদের কাছেও অত্যন্ত আকর্ষণীয়। রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, মার্কেটের স্থাপত্যশৈলী বজায় রেখে এবং ঐতিহ্য রক্ষা করেই সংস্কারের কাজ করা হবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

প্রকল্পের চূড়ান্ত পরিকল্পনা অনুমোদনের পর কবে থেকে কাজ শুরু হবে, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। তবে পুর মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু হবে এবং নিউ মার্কেট তার পুরনো গরিমা বজায় রেখেই আরও আধুনিক রূপে আত্মপ্রকাশ করবে।