Corbin Bosch: পিসিবির কড়া পদক্ষেপ, বিপাকে মুম্বাই ইন্ডিয়ান্স অলরাউন্ডার

breakingnews আইপিএল ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: আইপিএলের (IPL) সঙ্গে তুলনা চলে না পৃথিবীর অন্য কোন ক্রিকেট লিগের‌ই। খেলোয়াড় থেকে ক্রিকেটপ্রেমী, বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই লিগ। অন্যান্য অনেক দেশ‌ই এখন আইপিএলের ধাঁচে তাদের টি-২০ লিগ শুরু করেছে ঠিক‌ই কিন্তু তা আইপিএলের ধারেকাছেও পৌঁছাতে পারেনি, একথা বলাই বাহুল্য। প্রবীণ থেকে নবীন সব ক্রিকেটাররাই চায় আইপিএলের অংশ হতে। এই কোটি টাকার লিগ কেরিয়ার‌ও গড়ে দিয়েছে কতশত ক্রিকেটারের। কিন্তু এবার আইপিএলে (IPL 2025) নাম লেখানোর জন্য আইনি সমস্যায় পড়তে চলেছেন এক দক্ষিণ আফ্রিকার (South Africa) ক্রিকেটার (Cricketer)। তিনি অলরাউন্ডার (All-rounder) করবিন বশ (Corbin Bosch)। পাকিস্তান সুপার লিগ (PSL) ছেড়ে আইপিএলে চুক্তিবদ্ধ হ‌ওয়ার কারণে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছে পাক ক্রিকেট বোর্ড (PCB)।

আরও পড়ুন: IPL 2025: বঙ্গ আম্পায়ার পেলেন বড় দায়িত্ব

চোটের কারণে প্রোটিয়া পেসার লিজাড উইলিয়ামস টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় মুম্বাই ইন্ডিয়ান্স (MI) বশকে (Corbin Bosch) তাঁর বদলি খেলোয়াড় হিসেবে দলে নিয়েছে। যে কারণে পিএসএল থেকে নাম প্রত্যাহার করে নেন বশ। গত জানুয়ারিতে পিএস‌এলের পেশোয়ার জালমি ড্রাফট থেকে দলে নিয়েছিল তাঁকে। চলতি বছরের শুরুর দিকেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছে এই ডানহাতি অলরাউন্ডারের।

সচরাচর আইপিএলের সময় বিশ্বের অন্য কোন দেশ কোন ক্রিকেট লিগ আয়োজন করে না। পি‌এস‌এল‌ও সাধারণত ফেব্রুয়ারি-মার্চেই হয়ে যায়। কিন্তু এই প্রথমবার আইপিএল এবং পি‌এস‌এল এক‌ইসঙ্গে অনুষ্ঠিত হবে। আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ। চলবে ২৫ মে পর্যন্ত। অন্যদিকে পি‌এস‌এল শুরু হবে এপ্রিলের ১১ তারিখ থেকে। ফাইনাল ১৮ মে। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং পাকিস্তানের আন্তর্জাতিক ম্যাচ থাকায় ‌এবারে এত দেরি করে শুরু হবে পাকিস্তানের টি-২০ লিগ। ফলে বিদেশি ক্রিকেটারদের জন্য আইপিএল না পি‌এস‌এল এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। কিন্তু পি‌এস‌এলের থেকে বরাবরই এগিয়ে থাকবে আইপিএল যে কারণে তাঁরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকেই বেছে নিচ্ছেন। ব্যতিক্রমী নন বশ‌ও (Corbin Bosch)।

রবিবার পিসিবির পক্ষ থেকে বশের (Corbin Bosch) প্রতিনিধিকে আইনি নোটিশ ধরানো হয়েছে। সেখানে হঠাৎ করে পি‌এস‌এলের চুক্তিভঙ্গের উপযুক্ত কারণ দেখাতে বলা হয়েছে তাঁকে। উত্তর দেওয়ার নির্দিষ্ট সময়সীমা‌ও বেঁধে দেওয়া হয়েছে পিসিবির তরফ থেকে। তাদের প্রেস রিলিজে বলা হয়েছে, “বশের এজেন্টের মাধ্যমে তাঁকে আইনি নোটিশ পাঠানো হয়েছে এবং চুক্তিভঙ্গের ‌উপযুক্ত কারণ দেখাতে হবে তাঁকে। লিগ থেকে তাঁর এই হঠাৎ বেরিয়ে যাওয়ার পরিণতি কি হতে পারে সেই সম্পর্কেও বলা হয়েছে নোটিশ। নির্ধারিত সময়সীমার মধ্যে তার প্রতিক্রিয়া আশা করছে ম্যানেজমেন্ট। এই বিষয়ে আর কোনও মন্তব্য করবে না পিসিবি।“

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

আইপিএলে দল না পেয়ে অনেক ক্রিকেটার পি‌এস‌এলে নাম লিখিয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে চোট-আঘাতের কারণে ভুগছে আইপিএলের অনেক ফ্র্যাঞ্চাইজিই। ফলে পরিবর্ত খেলোয়াড় খুঁজছে তারা। যে কারণে আর‌ও ক্রিকেটার যদি আইপিএলের অফার পেয়ে পি‌এস‌এলকে বুড়ো আঙুল দেখিয়ে চলে যায় সেই কারণে আগাম ব্যবস্থা নিতে চলেছে পিএস‌এলের ফ্র্যাঞ্চাইজিগুলি। যে কারণে‌ই আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিচ্ছে তারা। ভবিষ্যতে এইসব ক্রিকেটারদের নিষিদ্ধ করাও হতে পারে বলে খবর।