Road Accident: ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত সন্ন্যাসী-সেবকের

breakingnews জেলা

নিউজ পোল ব্যুরো: সপ্তাহ শুরুতেই ভয়াবহ দুর্ঘটনা। হাওড়ার বাগনানে সোমবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা (road accident) কাড়ল প্রাণ। বাগনানের বম্বে রোডে একটি বালিবোঝাই লরি এবং একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভারত সেবাশ্রম সংঘের (Bharat Sevashram Sangha) এক সন্ন্যাসী এবং এক সেবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন।

সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ, বাগনানের বম্বে রোড সংলগ্ন এলাকায় একটি বালিবোঝাই লরি (sand-laden truck) এবং একটি টাটা ৪০৭ গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই গাড়িতে ভারত সেবাশ্রম সংঘের ৮ জন সদস্য ছিলেন, যাঁরা কলকাতার গড়িয়া (Garia) শাখা থেকে মহিষাদল (Mahishadal) যাচ্ছিলেন। তাঁদের লক্ষ্য ছিল মহিষাদলের সংঘে অনুষ্ঠিত হতে চলা বাসন্তী পুজো উপলক্ষে পুজোর সামগ্রী পৌঁছে দেওয়া। কিন্তু দুর্ঘটনাটি ঘটে যখন টাটা ৪০৭ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে (road divider) ধাক্কা মারে এবং সেটি ডিভাইডার টপকে উলটো দিকের লেন এ চলে যায়। সেই মুহূর্তেই বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বালিবোঝাই লরির সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই গুরুতর আহত হন গাড়ির যাত্রীরা।

আরও পড়ুনঃ Jammu and Kashmir: উপত্যকায় শুরু সেনা-জঙ্গির, নিকেশ সন্ত্রাসবাদী

এই মর্মান্তিক দুর্ঘটনায় ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী শুভঙ্করানন্দ মহারাজ এবং সেবক বাসুদেব (Basudev)ঘটনাস্থলেই প্রাণ হারান। এছাড়া আরও ৬ জন গুরুতর আহত হন, যাঁদের অবস্থা আশঙ্কাজনক (critical condition)। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। বাগনান থানার পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে (Bagnan Rural Hospital) নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা স্বামী শুভঙ্করানন্দ মহারাজ এবং বাসুদেবকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ৬ জন আহত থাকায় তাঁদের উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিশেষ করে ধর্মীয় কাজে যাওয়া এক সন্ন্যাসী এবং তাঁর সহযাত্রীর মৃত্যুতে স্থানীয় বাসিন্দারা শোকাহত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের পর রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন আহতরা, যা অত্যন্ত মর্মান্তিক দৃশ্য ছিল। দুর্ঘটনার পরপরই পুলিশ এলাকা ঘিরে ফেলে এবং যান চলাচল নিয়ন্ত্রণের (traffic control) ব্যবস্থা করে। কিছু সময়ের জন্য বম্বে রোডের একাংশে যানজট সৃষ্টি হয়, তবে পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয়। এই মর্মান্তিক দুর্ঘটনা (road accident) আমাদের আবারও মনে করিয়ে দেয় যে সড়ক নিরাপত্তা (road safety) কতটা গুরুত্বপূর্ণ। প্রতিদিন সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে, যা আমাদের সবার জন্য উদ্বেগজনক। গাড়ির গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক নিয়ম মেনে চলা, এবং রাস্তায় সাবধানতা অবলম্বন করলেই এমন ভয়াবহ দুর্ঘটনা এড়ানো সম্ভব। ভারত সেবাশ্রম সংঘের সদস্যরা এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/