নিউজ পোল ব্যুরো: আরজি কর মামলাতে (RG Kar Case) শুরু থেকেই সিবিআই-এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন নির্যাতিতা তরুণীর বাবা-মা। সেই মামলাতেই এবার বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এবার সুপ্রিম কোর্টে আরজি করে নির্যাতিতা ও মৃত তরুণীর বাবা-মায়ের আবেদনে মান্যতা দিল। শীর্ষ আদালত জানিয়ে দিল এবার এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে।
সোমবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে আরজি কর মামলা শুনানি হবে সিঙ্গেল বেঞ্চে। এই মামলার পরবর্তী শুনানি আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়ে দিয়েছে এবার থেকে কলকাতা হাইকোর্টে মামলার শুনানি হতে পারে।
আরও পড়ুনঃ Jammu and Kashmir: উপত্যকায় শুরু সেনা-জঙ্গির, নিকেশ সন্ত্রাসবাদী
প্রসঙ্গত, সিবিআই-এর হাতে আরজি কর (RG Kar Case) মামলা যাওয়ার পর থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন অভয়ার বাবা-মা। এমনকি এখনও পর্যন্ত সিবিআই-এর নেতৃত্বে যে তদন্ত হয়েছে, তার গতি নিয়ে প্রশ্ন তুলে অভয়ার বাবা-মা নিম্ন আদালতে মামলা করেন। পুরানো নয় মেয়ের সঙ্গে হওয়া অন্যায়ের নতুন করে যাতে তদন্ত শুরু করা যায়, সেই নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদনও জানান তাঁরা। গত ১০ ডিসেম্বর সুপ্রিম কোর্টে সেই আবেদনে একটি পিটিশন ফাইল করেন। অভয়ার বাবা-মা। তাতেই এবার মান্যতা দিয়েছে শীর্ষ আদালত। তবে শীর্ষ আদালত থেকে সরছে না এই মামলা। কলকাতা হাইকোর্টে একটি নতুন পিটিশনের মামলার শুনানি হবে। আগামী ১৩ মে যে সপ্তাহ শুরু হচ্ছে সেই সময়ে এই মামলা আবারও তালিকাভুক্ত হবে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/