Jammu and Kashmir: উপত্যকায় শুরু সেনা-জঙ্গির, নিকেশ সন্ত্রাসবাদী

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) সন্ত্রাসবাদ নয়াদিল্লির বড় মাথাব্যথার কারণ। তবে বর্তমানে কেন্দ্র সন্ত্রাসবাদকে অনেকেটাই নিয়ন্ত্রণে এনেছে। তবুও সুযোগ পেলেই পাক মদতপুষ্ট জঙ্গিরা উপত্যকাকে অশান্ত করার চেষ্টা করছে। সন্ত্রাসবাদের উপস্থিতির খবর পেতেই শুরু হয়েছে অভিযান। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, সজ সোমবার শুরু হয়েছে সেনা জঙ্গির গুলির লড়াই। তাতেই মৃত্যু হয়েছে এক সন্ত্রাসবাদীর।

সোমবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার রাজওয়ারের জাচালদারার ক্রুম্ভুরা এলাকায় চলছে গুলির লড়াই। তারা জানিয়েছেন, এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী জাচালদারার ক্রুমহুরা গ্রামে একটি ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু করেছে। তল্লাশি অভিযানের সময়ে লুকিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালানোর পরেই তল্লাশি অভিযানটি এনকাউন্টারে পরিণত হয়। নিরাপত্তা বাহিনীর যৌথ দলের সঙ্গে গুলির লড়াইয়ের সময় একজন জঙ্গি গুলিবিদ্ধ হয়। ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) এর একটি যৌথ দল অভিযান শুরু করেছে।

আরও পড়ুন: Corbin Bosch: পিসিবির কড়া পদক্ষেপ, বিপাকে মুম্বাই ইন্ডিয়ান্স অলরাউন্ডার

গোয়েন্দা তথ্যে ২-৩ জন সন্ত্রাসবাদীর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। যারা সেনাবাহীর ঘেরা এলাকায় আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তা বাহিনী যখন ভেতরে ঢুকে পড়ে তখন জঙ্গিরা গুলি চালায়। অভিযানের সময় একজন পুলিশ সদস্য আহত হন এবং বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। কর্তৃপক্ষ এলাকাটি সিল করে দিয়েছে এবং সফল অভিযান নিশ্চিত করার জন্য অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। এলাকার সাধারণ নাগরিকদের নিরাপত্তার জন্য ঘরের ভেতরে থাকতে এবং সংঘর্ষস্থলের কাছাকাছি চলাচল এড়াতে পরামর্শ দিয়েছে সেনাবাহিনী।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/