নিউজ পোল ব্যুরো: বারাসাত আদালতে তৃণমূল কর্মী হত্যার একটি গুরুত্বপূর্ণ মামলার রায়দান পিছিয়ে গেল, কারণ মামলার অন্যতম অভিযুক্ত সুজিত দাস (Sujit Das) পলাতক। অভিযুক্তদের মধ্যে নয়জনের বিচার চলছিল, এবং আজ সোমবার সাজা ঘোষণার দিন নির্ধারিত ছিল (TMC Worker Murder)। কিন্তু বিচারক যখন দেখতে পান যে সুজিত দাস আদালতে উপস্থিত নেই, তখন তিনি সাজা ঘোষণার দিন পিছিয়ে দেওয়ার নির্দেশ দেন। আদালত পুলিশ এবং সিআইডি (CID) কে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করার কঠোর নির্দেশ দিয়েছে। মঙ্গলবার পুনরায় মামলার শুনানি হবে এবং তারপরই চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। ২০১৮ সালের ১৪ মে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটের (Panchayat Election) শেষ মুহূর্তে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। হাবরা (Habra) এক নম্বর ব্লকের বেরগুম ২ (Bergum 2) পঞ্চায়েতের তৃণমূল (TMC) প্রার্থী বিপ্লব সরকার (Biplab Sarkar) স্থানীয় জামতলা টিএমসি পার্টি অফিসের (TMC Party Office) ভিতরে ছিলেন। সেই সময় দুষ্কৃতীরা পার্টি অফিসের ভেতরে ঢুকে গুলি চালায় এবং সেখানেই তিনি লুটিয়ে পড়েন। এই হামলায় বিপ্লব সরকারকে ঘটনাস্থলেই হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:- TMC: আবারও বিজেপিতে ভাঙন, তৃণমূলের বিরুদ্ধে বড় অভিযোগ পদ্ম শিবিরের
খুনের ঘটনার তদন্ত শুরু করার পর পুলিশ মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট (Charge Sheet) দাখিল করেছিল। তদন্তের ভিত্তিতে নয়জনকে গ্রেফতার (Arrest) করা হয়, যদিও পরবর্তীতে মামলার বিভিন্ন পর্যায়ে কয়েকজন জামিন পেয়ে যান। সুজিত দাস ছিল এই মামলার অন্যতম প্রধান অভিযুক্ত, যার বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র এবং হামলায় (TMC Worker Murder) সরাসরি যুক্ত থাকার অভিযোগ রয়েছে। কিন্তু মামলার রায় ঘোষণার দিন বারাসাত আদালতে (Barasat Court) যখন অভিযুক্তদের হাজির করা হয়, তখন সুজিত দাসের অনুপস্থিতি নজরে আসে। বিচারক এই অনুপস্থিতিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে জানান, পলাতক থাকা অভিযুক্তকে ধরা না গেলে মামলার বিচার প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে। তাই সিআইডি এবং গোবরডাঙ্গা থানার (Gobardanga Police Station) পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
এই মামলায় দোষী সাব্যস্ত অভিযুক্তদের সাজা ঘোষণার কথা ছিল আজ সোমবার, কিন্তু এক অভিযুক্তের অনুপস্থিতির কারণে তা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। বিচারক নির্দেশ দিয়েছেন, আগামীকাল অভিযুক্ত সুজিত দাসকে গ্রেফতার করে আদালতে হাজির করা হোক এবং তারপরই সাজা ঘোষণা করা হবে। পুলিশ ও তদন্তকারী সংস্থাগুলি এখন দ্রুততার সঙ্গে কাজ করছে, যাতে নির্দেশিত সময়ের মধ্যেই সুজিত দাসকে গ্রেফতার করা যায়। এই ঘটনা (TMC Worker Murder) রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। পঞ্চায়েত ভোটে রাজনৈতিক হিংসার (Political Violence) প্রভাব নিয়ে প্রশ্ন উঠছে, এবং বিরোধীরা এই হত্যাকাণ্ডের সুবিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে। পুলিশ প্রশাসন এবং সিআইডির ভূমিকা নিয়েও নানা মহলে আলোচনা চলছে। মঙ্গলবার রায় ঘোষণার দিকে নজর থাকবে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষেরও।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://www.youtube.com/live/BvETAnANtD8?si=X–svR4Vooj_uc1z