Jhargram : ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড বিস্তীর্ণ এলাকা, ভাঙল একাধিক মাটির বাড়ি

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: মাত্র কয়েক মিনিটের আচমকা ঝড় (storm) সেইসঙ্গে শিলাবৃষ্টি। সোমবার রাতে তাতেই লণ্ডভণ্ড ঝাড়গ্রামের (Jhargram) সাঁকরাইল, গোপীবল্লভপুর এবং জামবনী ব্লকের বিস্তীর্ণ এলাকা৷ কিছু বুঝে ওঠার আগেই ঝড়ে ভেঙে গিয়েছে ১০ থেকে ১৫টি বাড়ি। কোথাও উড়ে গিয়েছে বাড়ির ছাউনি আবার কোথাও উড়ল শিশু শিক্ষা কেন্দ্রের ছাদ। বেশ কয়েকটি বাড়ির ছাদে গাছের ডাল ভেঙে পড়েছে। অন্যদিকে শিলাবৃষ্টির জেরে নষ্ট হয়ে গিয়েছে মাঠের ফসল।

আরও পড়ুনঃ TMC Leader : মহিলাকে যৌন নির্যাতন, গ্রেফতার তৃণমূল নেতা

সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় ঝাড়গ্রাম জেলার (Jhargram District) সাঁকরাইলের টিয়াকাটি, ধানঘোরী, ছোলাখালি, পাথরাসহ একাধিক গ্রামে আচমকা ঝড় শুরু হয়। ঝড়ের দাপট এতটাই প্রবল ছিল যে ওই গ্রামগুলিতে ভেঙে পড়তে থাকে একের পর এক বাড়ি। যার অধিকাংশই কাঁচা। বিশেষ করে, সাঁকরাইলের যুগিশোল গ্রামে ভেঙে পড়ে গৃহস্থের মাটির বাড়ির দেওয়াল। অল্পের জন্য রক্ষা পান পরিবারের সদস্যরা। মাত্র কয়েক মিনিটের ঝড়েই রাস্তায় ভেঙে পড়ে গাছ। বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা।

পাশাপাশি সবজি চাষেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ঝাড়গ্রাম জেলার (Jhargram District) সাঁকরাইল ব্লকের খুদমরাই গ্রাম পঞ্চায়েতের ছোড়দা, মুড়াকাটা, খয়রাপাটি সহ আরো কয়েকটি গ্রামে সোমবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় ও শিলা বৃষ্টিতে বোরো ধান চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। চাষিরা জানান, সোমবার ঝড়ের পাশাপাশি প্রবল শিলাবৃষ্টি হয়। এক একটি শিলার আনুমানিক ওজন হবে আড়াইশো থেকে ৩০০ গ্রাম। যার ফলে প্রায় আড়াই থেকে তিন হাজার একর জমির বোরো ধান সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

খবর পেয়ে মঙ্গলবার ক্ষতিগ্রস্ত গ্রামগুলির পাশাপাশি ক্ষতিগ্রস্ত চাষের জমি পরিদর্শনে করেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতো, তৃণমূল নেতা অনুপ মাহাতোসহ অন্যান্যরা। মাথার ছাদ হারানো মানুষগুলিকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তাঁরা৷ সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা বলেন, “ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখেছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে কথা বলেছি। সেইসঙ্গে তাদের পাশে প্রশাসন যে রয়েছে তা জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের যাবতীয় সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে। সাঁকরাইল ব্লক প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সাহায্য করা হবে।”