Asansol District Hospital: স্বাস্থ্য খাতে বিপ্লব,আসানসোল হাসপাতালেই প্রথম স্তন পুনর্গঠন

জেলা রাজ্য স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: এবার একটি নতুন নজির গড়ল আসানসোল জেলা হাসপাতাল (Asansol District Hospital), যা রাজ্যে প্রথমবারের মতো ‘স্তন পুনর্গঠন’ (Breast Reconstruction) বা ‘ব্রেস্ট ইমপ্ল্যান্ট’ অস্ত্রোপচার (Breast Implant Surgery) সফলভাবে সম্পন্ন করেছে। এই বিশেষ অস্ত্রোপচারটি সম্পন্ন করেছেন হাসপাতালের অভিজ্ঞ শল্য চিকিৎসকরা, এবং উপস্থিত ছিলেন রাজ্যের খ্যাতনামা শল্য চিকিৎসক, ডাঃ দীপ্তেন্দ্র সরকার, যিনি এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) সঙ্গে যুক্ত। তিনি জানান, এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) এমন অস্ত্রোপচার আগেও করা হয়েছে, তবে কোনও জেলা হাসপাতালে এটি প্রথমবার ঘটল, যা রাজ্য এবং দেশের জন্য এক মাইলফলক।

আরও পড়ুন:Chhatiyar Festival: অন্নপূর্ণ ভুরিভোজে ১৮০ শিশুর সমাজভুক্তি!

অস্ত্রোপচারের ঘটনা শুরু হয় সালানপুর (Salanpur) ব্লকের এক মহিলা এসে আসানসোল জেলা হাসপাতালে (Asansol District Hospital) চিকিৎসা করাতে। তাঁর স্তনে একটি টিউমার ছিল, যা পরীক্ষা করার পর জানা যায়, ওই স্তনে ক্যান্সার রয়েছে। সাধারণত, ক্যান্সারের (Cancer) ক্ষেত্রে আক্রান্ত স্তনটি শরীর থেকে বাদ দিয়ে দেওয়া হয়। তবে ওই মহিলা, যিনি স্তন বাদ দিতে চাননি, স্তন পুনর্গঠন বা ব্রেস্ট ইমপ্ল্যান্ট (Breast Implant Surgery) করার সিদ্ধান্ত নেন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

এটি একটি অত্যন্ত ব্যয়সাধ্য চিকিৎসা প্রক্রিয়া, যার জন্য আসানসোল পৌরসভা এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সহায়তায় সাহায্য করা হয়। হাসপাতালের চিকিৎসকরা সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেন এবং রোগী বর্তমানে সুস্থ আছেন বলে জানা গেছে।

ডাঃ দীপ্তেন্দ্র সরকার এই ব্যাপারে মন্তব্য করেন, “এ ধরনের অস্ত্রোপচার রাজ্য বা দেশের কোনও জেলা হাসপাতালে প্রথমবারের মতো করা হয়েছে। এই ধরনের উদ্যোগে আসানসোল জেলা হাসপাতালের (Asansol District Hospital) ভূমিকা প্রশংসনীয়।” এটি শুধু চিকিৎসা ক্ষেত্রে একটি নতুন দিশা দেখিয়েছে, বরং সাধারণ মানুষদের জন্য স্তন পুনর্গঠন একটি নতুন আশার আলো।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই অস্ত্রোপচারটি স্তন ক্যান্সারের চিকিৎসায় নারীদের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে, যা তাদের মানসিক এবং শারীরিকভাবে নতুন জীবন দেবে।