ATM Fraud: এটিএম জালিয়াতির চাঞ্চল্যকর রহস্য, গ্রেফতার যুবক

কলকাতা প্রযুক্তি বিজ্ঞান রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: পূর্ব কলকাতার আনন্দপুর এলাকার গুলশন কলোনির বাসিন্দা মহম্মদ সাহিল, যিনি মহিলাদের জামার ডিজাইন (Dress Design) করতে পারদর্শী (Adept), একসময় অর্থনৈতিক সংকটের (Economic crisis) কারণে অবৈধ পথে আয় করার পথ বেছে নেয়। সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে বিদেশি অপরাধীদের প্রযুক্তি সম্পর্কে জানার পর, সাহিল এটিএম জালিয়াতির (ATM Fraud) চক্রে জড়িয়ে পড়েন। তিনি বিদেশি পদ্ধতিকে দেশীয় কৌশলে পরিবর্তন করে, এটিএম কার্ডের (ATM Card)তথ্য চুরি করতে একটি অভিনব পদ্ধতি ব্যবহার করেন।

আরও পড়ুন:Maitys Elderly Care: বয়স্কদের জন্য বিশেষ সেবা, জানুন নতুন উদ্যোগ

সাহিল বিদেশি অপরাধীদের মতো স্কিমার কেনার জন্য অর্থ সংগ্রহ করতে পারেননি। তাই তিনি নিজের বুদ্ধি খাটিয়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের (State-owned bank) এটিএম থেকে কার্ড প্রবেশ করানোর অংশ খুলে নিয়ে সেটি ব্যবহার করতে শুরু করেন। এছাড়া, পিন নম্বর (Pin Number) চুরির জন্য, তিনি একটি মোবাইল ফোনের (Mobile) ছবি তোলার ক্ষমতা ব্যবহার করে কি-প্যাডের (Keypad) উপরে আঠা দিয়ে আটকে রাখতেন।

এরপর, সাহিল তার তৈরি করা ভুয়া সিমকার্ড (Fake Sim Card) ব্যবহার করে একটি জাল হেল্পলাইন নম্বর (Fake Help Line Number) তৈরি করে এবং সেটি এটিএমে (ATM Fraud) আটকে দিতেন। যখন কোনো গ্রাহক এটিএমে (ATM) টাকা তোলার জন্য কার্ড প্রবেশ করাত, তখন সেই কার্ড আটকে যেত। এরপর, গ্রাহক হেল্পলাইন নম্বরে (Help Line Number) ফোন করলে, সাহিল নিজে ফোনটি ধরতেন এবং পিন নম্বর টাইপ করতে বলতেন। পিন নম্বর (PIN Number) পাওয়ার পর, তিনি সেগুলি ব্যবহার করে গ্রাহকের টাকা তুলে নিতেন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

গোয়েন্দাদের তদন্তে জানা যায়, সাহিল একাধিক এটিএমে এই জালিয়াতি (ATM Fraud) করেছে, যার মধ্যে সার্ভে পার্ক এবং বাঁশদ্রোণীর এটিএমও রয়েছে। তার দাবি, পূর্বে সে জুতোর ব্যবসা করত, তবে তাতে খুব একটা লাভ হয়নি। এরপর মহিলাদের জামার ডিজাইনিংয়ের কাজ শুরু করে, তবে বেশি টাকা আয় করতে চেয়ে এই অবৈধ পথে পা রাখে। বর্তমানে, পুলিশ তার সাথে অন্যান্য সহযোগীদের সম্পর্ক জানতে জিজ্ঞাসাবাদ করছে এবং এর আগে সে কোথায় কোথায় জালিয়াতি করেছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:Facebook: ফেসবুকের গোপন চুক্তি! সারা উইলিয়ামসের বিস্ফোরক খোলাসা