নিউজ পোল ব্যুরো: বিজেপি (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দিল্লির বাসভবনে সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল বঙ্গ বিজেপির সাংসদদের এক গুরুত্বপূর্ণ বৈঠক (meeting)। তবে বৈঠক শুরু হতে অপেক্ষা করতে হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জন্য। তিনি না পৌঁছানো পর্যন্ত বৈঠক শুরু করলেন না সুকান্ত। শুভেন্দু পৌঁছাতেই তাঁকে অভ্যর্থনা জানানো হয় গেরুয়া ফুলের তোড়া দিয়ে। এরপর বৈঠক শুরু হলে দুই শীর্ষ নেতা রাজ্য ও সংসদীয় রাজনীতির নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
বৈঠক নির্ধারিত ছিল সন্ধ্যা ৬টায়, তবে শুভেন্দু না পৌঁছানো পর্যন্ত সাংসদেরা অপেক্ষা করছিলেন। এই ফাঁকে ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়। সুকান্ত নিজে খেলায় অংশ নেন। এক দলে ছিলেন সুকান্ত মজুমদার ও পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মাহাতো, অন্য দলে ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan) ও রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল (Kartik Pal)। দর্শকদের মধ্যে ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার (Jagannath Sarkar) ও আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা (Manoj Tigga)। ৬টা ৩৫ মিনিটে শুভেন্দু অধিকারী পৌঁছানোর পরই সাংসদরা বাংলোর ভেতরে ঢোকেন এবং মূল বৈঠক শুরু হয়। সেখানে উপস্থিত ছিলেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা (Raju Bista), জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় (Jayanta Roy), কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari), উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu) এবং রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)।
আরও পড়ুন: Shankar Ghosh : ফের বিস্ফোরক শংকর ঘোষ, করলেন বিরাট দাবি
বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল সংসদে (Parliament) বঙ্গ বিজেপির সাংসদদের কার্যকর ভূমিকা কীভাবে আরও দৃঢ় করা যায়। কে কতটা বলার সুযোগ পাচ্ছেন, কেন কেউ কেউ নীরব থাকছেন, এসব বিষয় উঠে আসে আলোচনায়। সংসদে সাংসদদের আরও সক্রিয় হওয়ার বার্তা দেন দুই শীর্ষ নেতা।
বৈঠক শেষে সংবাদমাধ্যমের (media) মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘‘মন্ত্রী হিসেবে দিল্লিতে (Delhi) একটি বড় বাংলো পেয়েছি। সেটার সদ্ব্যবহার করছি। আপাতত এটাই বঙ্গ বিজেপির দফতর (office)। এখন থেকে প্রতি অধিবেশনে একবার এখানে বৈঠক হবে।’’
নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
বৈঠকের আয়োজন নিয়ে রাজনৈতিক মহলে (political circles) আলোচনা শুরু হয়েছে। কারণ, সুকান্ত মজুমদারের দ্বিতীয় মেয়াদ প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে বলেই ধারণা করা হচ্ছে। এই কারণে তাঁর দিল্লির বাসভবনে এই বৈঠক আয়োজন করা হয়েছে কি না, এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁকে।
বৈঠকের মাধ্যমে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে সমন্বয়ের বার্তা স্পষ্ট হয়েছে। শুভেন্দু ও সুকান্ত একসঙ্গে বসে রাজ্যের সাংগঠনিক ও সংসদীয় কৌশল ঠিক করেছেন। বঙ্গ বিজেপির সাংসদদের আরও সক্রিয় ভূমিকার ওপর জোর দেওয়া হয়েছে। ফলে আগামী দিনে সংসদে বিজেপি সাংসদদের ভূমিকা আরও শক্তিশালী হতে পারে বলে মনে করা হচ্ছে।