BSF Session in School: সীমান্তের স্কুলে ক্যারিয়ার কাউন্সেলিং

জেলা রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার শিক্ষার্থীদের জন্য নতুন এক উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ (BSF Session in School)। সম্প্রতি নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের গোমিরাপাড়া হাই স্কুলে (Gomirapara High School) বিএসএফ-এর ৯৩ বিএন-এর (93 BN BSF) বিওপি সাকেত (BOP Saket)-এর দায়িত্বে থাকা সহকারী কমান্ড্যান্ট মনোজ কুমারের (Assistant Commandant Manoj Kumar) নেতৃত্বে একটি বিশেষ প্রেরণামূলক অধিবেশন (Motivational Session) আয়োজন করা হয়। এই অধিবেশনের মূল লক্ষ্য ছিল সীমান্তবর্তী অঞ্চলের শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং ক্যারিয়ার সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান। নবম ও দশম শ্রেণির প্রায় ১০০ জন শিক্ষার্থী এই অধিবেশনে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ এবং লক্ষ্য নির্ধারণের জন্য সঠিক পরিকল্পনা কীভাবে তৈরি করা যায়, তা নিয়ে আলোচনা করা হয়। বিএসএফ-এর উদ্যোগে আয়োজিত এই অধিবেশনে শিক্ষার্থীদের ক্যারিয়ার কাউন্সেলিং (Career Counseling) দেওয়া হয়, যা তাদের ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুন:- Barasat ACJM Court: পুলিশের গাফিলতিতে রাত ৩টে পর্যন্ত চলল শুনানি!

শুধুমাত্র এই অধিবেশনই নয়, বিএসএফ ৯৩ বিএন (BSF 93 BN) সীমান্তবর্তী অঞ্চলে বিভিন্ন ধরনের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে, বিওপি সাকেত এবং চাণক্য (Chanakya Area)-এর তত্ত্বাবধানে ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম (Career Counseling Program), কোচিং ক্লাস (Coaching Classes) এবং অন্যান্য শিক্ষা ও প্রেরণামূলক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে সীমান্তবর্তী অঞ্চলের শিক্ষার্থীদের (BSF Session in School) উন্নত ভবিষ্যৎ গড়ার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। এই উদ্যোগের ফলে এখন পর্যন্ত নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রী এবং যুবক-যুবতী সরাসরি উপকৃত হয়েছেন। স্থানীয় জনগণ বিএসএফ-এর এমন উদ্যোগের প্রশংসা করছেন এবং তারা আশা করছেন, এই ধরনের কার্যক্রম নিয়মিত চালিয়ে গেলে সীমান্তবর্তী এলাকার শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার গঠনে আরও বেশি সহযোগিতা পাবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

সহকারী কমান্ড্যান্ট মনোজ কুমার তার বক্তব্যে শিক্ষার্থীদের ডিসিপ্লিন (Discipline), পরিশ্রম (Hard Work) এবং নিয়মানুবর্তিতা (Time Management)-এর গুরুত্ব সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের উচিত একটি সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা এবং সেই অনুযায়ী রুটিন (Routine) তৈরি করে প্রতিদিনের পড়াশোনা এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা করা। শুধু পড়াশোনা নয়, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্রীড়া, সাংস্কৃতিক কার্যক্রম এবং সামাজিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করা জরুরি। এই অধিবেশনে (BSF Session in School) শিক্ষার্থীরা বিএসএফ সম্পর্কে নানা প্রশ্ন করেন এবং ভবিষ্যতে কিভাবে তারা সেনাবাহিনী বা অন্যান্য সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন, সে সম্পর্কেও পরামর্শ নেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT