Aurangzeb Tomb Row: ঔরঙ্গজেবের সমাধি বিতর্কে উত্তাল নাগপুরে আহত একাধিক, জারি নিষেধাজ্ঞা

breakingnews দেশ রাজনীতি

নিউজ পোল বাংলা: উত্তাল নাগপুর। বিশ্ব হিন্দু পরিষদ ((VHP) ও বজরং দল মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজিনগরের খুলদাবাদে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি অপসারণের দাবি (Aurangzeb Tomb Row) জানিয়েছে। ঔরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিতে হিন্দু সংগঠনগুলি শহরে বিক্ষোভের নেতৃত্ব দেওয়ার কয়েক ঘন্টা পরেই নাগপুরে সহিংস সংঘর্ষ শুরু হয়েছে। এই ঘটনায় ১৫ জন পুলিশ কর্মী সহ প্রায় ২০ জন আহত হন হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষের সময়ে প্রায় ২৫টি বাইক এবং তিনটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। সহিংস এই ঘটনায় ১৭ জনকে আটক করা হয়েছে এবং দুটি গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষের পর শহরে নিষেধাজ্ঞা জারি করা হয়। শম্ভাজিনগরে ঔরঙ্গজেবের সমাধিস্থল ভেঙে ফেলার দাবিতে ব্যাপক বিতর্কের মধ্যেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে সোমবার সকালেও নাগপুরে দুটি দল বিক্ষোভ দেখিয়েছিল। তবে এই বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে যে নাগপুরের মহল এলাকায় পাথর ছোঁড়ার ঘটনা এবং ক্রমবর্ধমান উত্তেজনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। বিবৃতিতে বলা হয়েছে, “মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ নাগরিকদের প্রশাসনের সাথে সম্পূর্ণ সহযোগিতা করার জন্য আবেদন করেছেন।”

আরও পড়ুনঃ Balurghat: মৌমাছির হানায় আতঙ্ক, আহত ১৫ জন

নাগপুরের পুলিশ কমিশনার ডঃ রবীন্দ্র সিংগাল বলেছেন যে শহরের পরিস্থিতি বর্তমানে শান্তিপূর্ণ। তিনি বলেছেন, একটি ছবি পোড়ানোর পর অস্থিরতা শুরু হয়েছিল, যার ফলে লোকেরা জড়ো হয়। ঔরঙ্গজেবের সমাধি অপসারণের দাবি (Aurangzeb Tomb Row) ঘিরে সোমবার রাত ৮টা থেকে ৮:৩০ টার দিকে এই সহিংসতা ঘটে। সেই সময়ে সময় দুটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয় এবং পাথর ছোঁড়ার ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত এবং গ্রেফতার করার জন্য পুলিশ চিরুনি তল্লাশি চালাচ্ছে বলেই জানিয়েছেন তিনি। ডঃ রবীন্দ্র সিংগাল বলেছেন “আমরা ১৪৪ ধারা জারি করেছি এবং সকলকে অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের না হতে বা আইন হাতে না নিতে বলা হয়েছে। গুজবে বিশ্বাস না করার কোথাও জানানো হয়েছে।” নাগপুর গ্রামীণ পুলিশকে সহায়তার জন্য ডাকা হয়েছে, এবং সাইবার পুলিশ গুজব ছড়ানো রোধে কাজ করছে। অন্যদিকে, মহারাষ্ট্র কংগ্রেস প্রধান হর্ষবর্ধন সপকাল সোমবার নাগপুরে সহিংসতার জন্য রাজ্য স্বরাষ্ট্র বিভাগকে দায়ী করেছেন। তিনি এই ঘটনাকে সরকারের ব্যর্থতা বলে উল্লেখ করেছেন।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/