নিউজ পোল ব্যুরো: নতুন বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘুদের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। প্রায় প্রতিনিয়তই সেখানে সংখ্যালঘুদের হত্যা এবং নির্যাতনের বিভিন্ন ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে এবার ভারতের কাছে উদ্বেগ প্রকাশ করল আমেরিকা। রবিবার ভারতে এসেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড (Tulsi Gabbard)। একটি সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে তিনি বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে আমেরিকার অস্বস্তির কথা তুলে ধরেছেন।
আরও পড়ুনঃ Narendra Modi : জেলেনস্কিকে ‘ভাই’ সম্বোধন, পুতিনকেও যুদ্ধ নিয়ে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর
গত ফেব্রুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে তাঁর বৈঠক হয়। সেসময় ট্রাম্প বাংলাদেশ (Bangladesh) নিয়ে তেমন কোনো মন্তব্য করেনি। বরং ‘বন্ধু’ মোদির ওপর ভরসা দেখিয়ে বলেছিলেন, বাংলাদেশ নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তা ভারতীয় প্রধানমন্ত্রীই নেবেন। তবে এবার ভারতে এসে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশ নিয়ে উদ্বেগটা একেবারেই লুকালেন না।
উক্ত সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারটিতে তিনি বলেন, “বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ক্রমাগত ঘটে চলা নির্যাতন এবং হত্যার ঘটনা উদ্বেগে রেখেছে রাষ্ট্রপতি ট্রাম্প এবং সেই সঙ্গে সমগ্র মার্কিন প্রশাসনকে।” এরই সঙ্গে তিনি যোগ করেন, “ট্রাম্পের মন্ত্রীসভা নতুন। আর বাংলাদেশ নিয়ে কথাবার্তা সবেমাত্র আরম্ভ হয়েছে। তা সত্ত্বেও বিষয়টি উদ্বেগে রেখেছে আমাদের।”
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
সোমবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেন মার্কিন গোয়েন্দা প্রধান। তারপর সাক্ষাৎকারটিতে তিনি জানান, “ইসলামিক সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির লক্ষ্য এবং ভাবধারা একই। তা হল ইসলামিক খলিফার শাসন এবং নীতি চালু করা।” এদিকে সূত্রের খবর, গত জুলাইতে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে ১২৮ জন পড়ুয়াকে সাসপেন্ড করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এদের পরিচয় প্রকাশ করা না হলেও জানা যাচ্ছে এরা আওয়ামী লিগের ছাত্র সংগঠন ছাত্র লিগের সদস্য।