নিউজ পোল ব্যুরো: দমদম (Dumdum) স্টেশনের অদূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (Tuesday) সকাল ছয়টা নাগাদ ওই ব্যক্তির দেহ প্রথম দেখতে পান পথচারীরা। দীর্ঘক্ষণ কেটে গেলেও প্রশাসনিক (administration) সিদ্ধান্তের অভাবে মৃতদেহটি গাছ থেকে নামানো হয়নি বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: Balurghat: মৌমাছির হানায় আতঙ্ক, আহত ১৫ জন
এই ঘটনার তদন্ত কোন থানার (Police Station) অন্তর্ভুক্ত হবে তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। এলাকাটি সিথি থানা (Sinthee Thana), দমদম জিআরপি (Dumdum GRP) নাকি দমদম থানা (Dumdum Thana)-র অধীনে পড়বে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই জটিলতার কারণেই পুলিশ প্রথমে মৃতদেহটি উদ্ধার করতে দেরি করে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যার (Suicide) ঘটনা হতে পারে। তবে স্থানীয় বাসিন্দারা এই অনুমান মানতে নারাজ। তাদের মতে, এটি একটি পরিকল্পিত খুন (Murder) হতে পারে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকরা (Police Officers) জানিয়েছেন, দেহের কাছাকাছি কোনো সুইসাইড নোট (Suicide Note) পাওয়া যায়নি। ফলে মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্ত (Post-Mortem) রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন তদন্তকারীরা।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
এলাকাবাসীদের অভিযোগ, প্রশাসনের অব্যবস্থাপনার (Mismanagement) কারণেই মৃতদেহটি দীর্ঘ সময় গাছে ঝুলন্ত অবস্থায় ছিল। একটি থানা সিদ্ধান্ত না নেওয়ার ফলে তদন্তের কাজ বিলম্বিত হয়। অনেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, যাতে বোঝা যায় ওই ব্যক্তি কীভাবে ওই জায়গায় এলেন এবং ঘটনাটি আদৌ আত্মহত্যা নাকি খুন। প্রাথমিকভাবে দমদম থানার পক্ষ থেকে জানানো হয়েছে যে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে এবং তারপর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর দমদম স্টেশন চত্বরের (Dumdum Station Area) নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রশাসন কী পদক্ষেপ নেবে, সেটাই এখন দেখার।