Bandel Local Cancel: ১৯ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ লোকাল

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: রেলপথের আধুনিকীকরণ এবং সুষ্ঠু রক্ষণাবেক্ষণের জন্য পূর্ব রেলের (Eastern Railway) তরফে ব্যান্ডেল-কাটোয়া সেকশনের একাধিক লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত (Bandel Local Cancel) নেওয়া হয়েছে। আগামী ১৯ মার্চ, বুধবার থেকে ৯ এপ্রিল পর্যন্ত ১৬ দিন ধরে এই অঞ্চলে ট্র্যাফিক ব্লক (Traffic Block) থাকবে, যার ফলে যাত্রীদের কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হতে পারে। তবে, রেল কর্তৃপক্ষ যাত্রীদের আগেভাগে সতর্কবার্তা দিয়েছে, যাতে তারা বিকল্প ব্যবস্থা নিতে পারেন।

আরও পড়ুন:- TMC Leader : মহিলাকে যৌন নির্যাতন, গ্রেফতার তৃণমূল নেতা

এই রক্ষণাবেক্ষণের কারণে ব্যান্ডেল (Bandel) ও কাটোয়া (Katwa) রুটের নির্দিষ্ট কয়েকটি লোকাল বাতিল করা হচ্ছে (Bandel Local Cancel)। সেগুলি হল:ব্যান্ডেল থেকে কাটোয়া: ৩৭৭৪৯ ব্যান্ডেল-কাটোয়া লোকাল, কাটোয়া থেকে ব্যান্ডেল: ৩৭৭৪৮ কাটোয়া-ব্যান্ডেল লোকাল। রেল সূত্রে জানানো হয়েছে, ১৯ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত প্রতিদিনই এই ট্রেন বাতিল থাকবে, তবে শুধুমাত্র বৃহস্পতিবার (Thursday) এবং রবিবার (Sunday) বাদে বাকি দিনগুলোতে ট্রেন চলবে না। ধাত্রীগ্রাম (Dhatrigram) ও ব্যান্ডেল স্টেশনের মধ্যে ডাউন মেইন লাইনে (Down Main Line) রক্ষণাবেক্ষণের কাজ চলবে, যা দিনের বেলা প্রায় তিন ঘণ্টা ধরে করা হবে। এই কাজের জন্য ট্রাফিক ব্লক (Traffic Block) দেওয়া জরুরি। যাত্রীদের সুবিধার জন্য স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেম (Public Address System) থেকে নিয়মিত ঘোষণা করা হবে, যাতে তারা সঠিক তথ্য জানতে পারেন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

এর আগেও পূর্ব রেল হাওড়া ডিভিশনের (Howrah Division) বিভিন্ন শাখায় রক্ষণাবেক্ষণের কাজের জন্য একাধিক ট্রেন বাতিল করেছিল। ১৬ মার্চ: হাওড়া ডিভিশনের ট্রাফিক ব্লকের কারণে একাধিক ট্রেন বাতিল করা হয়। ১৫ মার্চ: দোলযাত্রার (Dol Yatra) কারণে হাওড়া ডিভিশনের ৬৫টি ইএমইউ (EMU) লোকাল বাতিল করা হয়, যার বেশিরভাগই সকালবেলার ট্রেন ছিল। রেল কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ করেছে, তারা যেন স্টেশন থেকে ঘোষিত তথ্য অনুসরণ করেন এবং প্রয়োজনে বিকল্প ভ্রমণের ব্যবস্থা করে নেন। যদি আরও কোনও ট্রেন বাতিল (Bandel Local Cancel) করা হয় বা সময়সূচিতে পরিবর্তন আনা হয়, তবে স্টেশনের লাউডস্পিকারের মাধ্যমে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT