Israel: গাজায় নতুন সংঘর্ষ,মৃত ৩০০

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: যুদ্ধবিরতি চুক্তির দুই মাস পর গাজায় (Gaza) ফের হামাসের (Hamas) বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ইজরায়েল (Israel)। মঙ্গলবার সকালে গাজায় ব্যাপক বিমান হামলা চালায় ইজরায়েল (Israel), যার ফলে ৩০০’রও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং অনেকেই আহত হয়েছেন। এই হামলার পর বিশেষজ্ঞরা মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মধ্যস্থতায় মধ্যপ্রাচ্যে শান্তির উদ্যোগটি ব্যর্থ হয়ে যাবে। গত জানুয়ারির মাঝামাঝি সময়ে হামাসের (Hamas) সঙ্গে এক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছিল ইজরায়েল (Israel), যার মধ্যে হামাসের হাতে বন্দি ইজরায়েলি নাগরিকদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি ছিল। তবে, চুক্তির কিছু শর্ত পূরণ না হওয়ায় এবং হামাসের (Hamas) পক্ষ থেকে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন:SpaceX Dragon: আইএসএস থেকে দীর্ঘ যাত্রা শুরু সুনীতা ও বুচের

এদিকে, মঙ্গলবারের বিমান হামলায় গাজার (Gaza) বিভিন্ন অঞ্চলে প্রাণহানি ঘটেছে। মধ্য গাজার ডের আল-বালাহ, গাজা সিটি, খান ইউনুস, রাফা প্রভৃতি এলাকায় হামলা চালানো হয়েছে। ইজরায়েল দাবি করেছে, হামলা করা হয়েছে হামাসের সামরিক ঘাঁটিতে। হামাসের তরফে অভিযোগ করা হয়েছে, ইজরায়েল একতরফা ভাবে যুদ্ধবিরতি চুক্তি ভেঙেছে। হামলার মধ্যে গাজায় হামাসের নিরাপত্তা প্রধান মেহমুদ আবু ওয়াতফা নিহত হয়েছেন। সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত ৩৩০ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে শিশুরাও রয়েছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

গাজা ও ইজরায়েলের মধ্যে শান্তি চুক্তি ছিল দীর্ঘ প্রচেষ্টার ফলস্বরূপ। কাতার, মিশর এবং আমেরিকার মধ্যস্থতায় এই চুক্তি সম্পন্ন হয়েছিল। তবে শেষ মুহূর্তে হামাসের (Hamas) তরফে বন্দি মুক্তির তালিকা না দেওয়ায় ইজরায়েল সরকারের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরে তালিকা প্রদান করা হলেও, শান্তির এই প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি। ইজরায়েল-হামাসের চলমান এই সংঘর্ষে নিহতের সংখ্যা এক লক্ষ ছাড়িয়েছে, যাদের মধ্যে প্রায় ২০ হাজার শিশু রয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, গাজায় মৃত্যু হয়েছে ৪৮ হাজার মানুষের।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT