Gujrat: বন্দি ফ্ল্যাট থেকে উদ্ধার ৯০ কোটি টাকার সোনা

দেশ

নিউজ পোল ব্যুরো: গুজরাটের আহমেদাবাদে এক বন্ধ ফ্ল্যাটে অভিযান (Gujarat) চালিয়ে বিশাল পরিমাণ বেআইনি সোনা (Illegal Gold) ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখা (ATS) এবং রাজস্ব গোয়েন্দা দপ্তর (DRI) যৌথভাবে এই অভিযান চালায়। সোমবার সন্ধ্যায় আহমেদাবাদের পালদি এলাকায় এই ফ্ল্যাট থেকে ৯৫ কেজি সোনা ও ৭০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় ৮০ থেকে ৯০ কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে। সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ এই ফ্ল্যাটে অভিযান চালায়। যখন তদন্তকারীরা ফ্ল্যাটের দরজা খুলে তল্লাশি শুরু করেন, তখনই চমকে ওঠেন তারা। বিশাল পরিমাণ সোনার বার (Gold Bars), গয়না (Jewellery) এবং নগদ টাকা (Cash Money) দেখে বিস্মিত হয়ে যান তদন্তকারীরা।

আরও পড়ুন:- Tamil Nadu Mahamaham: ১২ বছর অন্তর হয় এই ঐতিহ্যবাহী কুম্ভমেলা

ATS-এর সহকারী পুলিশ কমিশনার এসএল চৌধুরী জানিয়েছেন, এই বিপুল পরিমাণ সোনা সম্ভবত পাচারের (Gold Smuggling) উদ্দেশ্যে আনা হয়েছিল। তবে কে বা কারা এই সোনার প্রকৃত মালিক, তা এখনো নিশ্চিত নয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া নগদ টাকা গোনার জন্য মানি কাউন্টিং মেশিন (Money Counting Machine) ও সোনা ওজনের জন্য বিশেষ যন্ত্র ব্যবহার করা হয়েছে। সূত্রের খবর, (Gujarat) এই ফ্ল্যাটের মালিক মেঘ শাহ (Megh Shah) ও তার বাবা মহেন্দ্র শাহ (Mahendra Shah)। তারা পেশায় শেয়ার বাজারের ব্যবসায়ী (Stock Market Business) ছিলেন, তবে তাদের বিরুদ্ধে জুয়া (Gambling) এবং সোনা পাচারের (Gold Smuggling Racket) মতো গুরুতর অভিযোগ ছিল। পুলিশের অনুমান, তারা বেআইনি কার্যকলাপে জড়িত ছিলেন এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পত্তি (Illegal Property) গড়ে তুলেছিলেন। অভিযান চলার সময় ফ্ল্যাটটি বন্ধ অবস্থায় ছিল এবং মালিকদের কোনো খোঁজ মেলেনি। ধারণা করা হচ্ছে, তারা পলাতক (Absconding) এবং আত্মগোপনে রয়েছেন। পুলিশ ইতিমধ্যে তাঁদের সন্ধানে বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

উদ্ধার হওয়া সোনার (Gujarat) প্রকৃত মূল্য নির্ধারণের জন্য তদন্ত চলছে। একইসঙ্গে, এই সম্পত্তির উৎস (Source of Wealth) সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। পুলিশ মনে করছে, এই পাচার চক্রের (Smuggling Racket) সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে।তদন্তকারীরা আশা করছেন, খুব শিগগিরই মেঘ শাহ ও মহেন্দ্র শাহকে গ্রেপ্তার করা সম্ভব হবে এবং তখনই জানা যাবে, এই বিপুল পরিমাণ সোনা কোথা থেকে এল এবং এর পেছনে আরও কোনো বড় মাফিয়া (Gold Mafia) চক্র কাজ করছে কিনা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT