Tender Scam: হবিবপুর টেন্ডার দুর্নীতি তদন্তে প্রশাসন

জেলা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: হবিবপুর (Habibpur) পঞ্চায়েত সমিতিতে টেন্ডার দুর্নীতির (Tender Scam) অভিযোগ উঠেছে, যেখানে বিজেপি (BJP) পরিচালিত স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। সৌর আলো প্রকল্পে (Solar lighting project) একাধিক নিয়ম ভেঙে কাজ পরিচালিত হচ্ছে বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস (TMC)।

আরও পড়ুন:Delhi Police: প্রেমের টানে লিঙ্গ পরিবর্তন মহিলা পুলিশকর্মীর

এই প্রকল্পের জন্য ২৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয় পঞ্চদশ অর্থ কমিশনের মাধ্যমে, যার আওতায় ২৮টি সোলার লাইট (Solar light) স্থাপনের জন্য দরপত্র প্রকাশ করা হয়েছিল ২৯ জানুয়ারি। সরকারি নিয়ম অনুযায়ী, এক লক্ষ টাকার বেশি ব্যয়ের প্রকল্পের জন্য ই-টেন্ডারিং বা টেন্ডার (Online Tender) বাধ্যতামূলক, কিন্তু এখানকার প্রশাসন অফলাইন টেন্ডার পদ্ধতিতে কাজ চালিয়েছে। তৃণমূল (TMC) অভিযোগ করেছে যে, এই প্রক্রিয়ায় বিরোধী দলের কোনো সদস্যকে কাজের জন্য আমন্ত্রণ জানানো হয়নি, এবং সব কাজ বিজেপি (BJP) সমর্থিত ঠিকাদারদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

তৃণমূলের (TMC) অভিযোগ, সরকারী নিয়ম লঙ্ঘন করে প্রকল্পের কাজ বিজেপির (BJP) পক্ষ থেকে নিজেদের মধ্যেই ভাগ করে নেওয়া হয়েছে। টেন্ডার প্রক্রিয়া (Tender Scam) সম্পূর্ণ ভাবে দুর্নীতির সাথে যুক্ত বলে তারা দাবি করছে এবং এই বিষয়টির তদন্তের দাবি জানাচ্ছে। পঞ্চায়েত সমিতির ৩১টি আসনের মধ্যে বিজেপির সদস্য সংখ্যা ১৬, তৃণমূলের সদস্য সংখ্যা ১৩, সিপিএমের ২, এবং কংগ্রেসের ১টি আসন রয়েছে।

বিজেপি পাল্টা দাবি করে বলেছে, টেন্ডার প্রক্রিয়া (Tender Scam) অনুযায়ী জেলা ব্লক প্রশাসনই এটি সম্পন্ন করেছে এবং এতে পঞ্চায়েত সভাপতি বা বিজেপির কোনো ভূমিকা ছিল না। তাদের মতে, তৃণমূলের অভিযোগ মিথ্যা এবং পঞ্চায়েত সমিতিকে দুর্বল করার উদ্দেশ্যে এই অভিযোগ তোলা হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন তদন্তের নির্দেশ দিয়েছে। হবিবপুরের ব্লক ডেভেলপমেন্ট অফিসার (BDO) এবং জেলা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন আধিকারিককে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। প্রশাসন জানিয়েছে, প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় রাজনৈতিক মহলে উত্তেজনা বাড়েছে এবং বিভিন্ন পক্ষ তাদের নিজস্ব অবস্থান তুলে ধরেছে।