নিউজ পোল ব্যুরো: বেআইনি অস্ত্র পাচার (Illegal Arms Smuggling) রুখতে পুলিশের তৎপরতায় বড়সড় সাফল্য। পূর্ব বর্ধমানের মেমারি থানার (Memari Police Station) পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র ( Illegal Arms Smuggling) সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত ব্যক্তি গঙ্গাধর কর্মকার (Gangadhar Karmakar), যিনি বিজেপির সক্রিয় নেতা হিসেবে পরিচিত। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে তিনি বিজেপির হয়ে জেলা পরিষদের প্রার্থী ছিলেন।
আরও পড়ুন: Road Accident: পথ দুর্ঘটনায় আইনজীবীর মর্মান্তিক মৃত্যু
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ তল্লাশি অভিযান চালায়। জাতীয় সড়কের (National Highway) পাশে কানাইডাঙা এলাকার (Kanaidanga) ভোলেবাবা হিন্দু হোটেলের (Bhole Baba Hindu Hotel) সামনে অভিযুক্তকে আটক করা হয়। গঙ্গাধর কর্মকার পূর্ব বর্ধমান জেলার গলসি থানার সিমনোরি গ্রামের বাসিন্দা। অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি লাইসেন্সবিহীন (unlicensed) দেশি ৭ এমএম পিস্তল এবং পাঁচ রাউন্ড গুলি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে (interrogation) গঙ্গাধর কর্মকার পুলিশের কাছে স্বীকার করেছে যে, সে বিহারের মুঙ্গের (Munger, Bihar) জেলার এক অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে আগ্নেয়াস্ত্রটি (Illegal Arms Smuggling) সংগ্রহ করেছিল এবং সম্প্রতি সেটি বিক্রির চেষ্টা করছিল।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
পুলিশ ইতিমধ্যেই অস্ত্র আইনের (Arms Act) নির্দিষ্ট ধারায় মামলা (legal case) রজু করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এই বেআইনি অস্ত্র চক্রের (Illegal Arms Smuggling) সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। মঙ্গলবার অভিযুক্তকে বর্ধমান আদালতে (Burdwan Court) পেশ করা হয়েছে। স্থানীয় প্রশাসন এবং গোয়েন্দা বিভাগ (Intelligence Department) এই ঘটনার সঙ্গে অন্য কোনো রাজনৈতিক যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে। বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, এই অস্ত্র চক্রের পিছনে আরও কারা রয়েছে, তা জানার জন্য তদন্ত অব্যাহত থাকবে।