Tajpur: ‘সমুদ্র চুরি’ তাজপুরে! কী ব্যবস্থা প্রশাসনের

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: তাজপুর (Tajpur)(পূর্ব মেদিনীপুর) অঞ্চলে একের পর এক বেআইনি হোটেল (Illigal Hotel) নির্মাণের খবর আসছে, যা সরকারি নিষেধাজ্ঞার (Government restrictions) বিরুদ্ধে চলে। স্থানীয় সূত্রে খবর, সমুদ্রের উপরে অবৈধভাবে নির্মাণ (Illegal Construction)কাজ চলছে, এবং তা সম্পূর্ণ সরকারি অনুমোদন ছাড়াই। অভিযুক্ত ব্যবসায়ীরা অভিযোগ করছেন যে, নেতাদের এবং মন্ত্রীদের টাকা দিলেই সমুদ্র দখল করে হোটেল নির্মাণ করা সম্ভব। বিভিন্ন শ্রমিক এবং হোটেল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানিয়েছেন, তাজপুরে অনেক হোটেল নির্মাণ কাজ চলছে, যার মধ্যে কোনও সরকারি অনুমোদন নেই এবং প্রশাসন এটি দেখেও উপেক্ষা করছে।

আরও পড়ুন:BJP: বঙ্গ বিজেপির বিশেষ বৈঠক, সমন্বয়ের বার্তা শুভেন্দু-সুকান্তর

এমন অবস্থা সৃষ্টি হওয়ায় প্রশাসনের কর্মকর্তারা দ্রুত পদক্ষেপ (Quick Action) নিতে শুরু করেছেন। সম্প্রতি, মান্দারমনি উপকূল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নির্মাণ কাজ বন্ধ করে দেয় এবং দুটি হোটেলের কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। এছাড়া, রামনগর ১ ব্লকের ভূমি দপ্তর থেকে নতুনভাবে নির্মাণ বন্ধ করার জন্য দুই হোটেলকে নোটিশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:IIHM KOLKATA: ৩২ বছর পার,হোটেল ম্যানেজমেন্টে নতুন দিগন্ত

এদিকে, তাজপুর (Tajpur) হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা প্রশাসনকে দোষারোপ করেছেন। তাদের মতে, সঠিক নিয়ম অনুসরণ করে হোটেল নির্মাণ করা উচিত ছিল, কিন্তু প্রশাসন যদি নজর না দেয়, তাহলে অসাধু ব্যবসায়ীরা নির্দ্বিধায় সমুদ্র দখল করে হোটেল নির্মাণ করে চলেছে। হোটেল নির্মাণে আসা শ্রমিকরা অভিযোগ করেছেন যে, সরকার কিছুই করতে পারছে না এবং কাজ চালিয়ে যেতে তাদের বাধা দেওয়ার কোনও প্রচেষ্টা নেই।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/

এছাড়া, পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরন সার জানিয়েছেন, “তাজপুরের (Tajpur) সমুদ্রের উপরে হোটেল নির্মাণের অনুমোদন পঞ্চায়েত থেকে দেওয়া হয়নি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তবে, প্রশাসন এই ধরনের বেআইনি নির্মাণ রোধ করার জন্য আরও কঠোর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT