Lalu Prasad Yadav: নিয়োগ দুর্নীতিতে স্ত্রী-পুত্র সহ লালু প্রসাদকে হাজিরার নির্দেশ ইডির

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: চাকরির বিনিময়ে (Job Scam) জমি কেলেঙ্কারি মামলায় নাম জড়িয়েছে আগেই। ফের সেই নিয়োগ দুর্নীতি মামলায় জাতীয় জনতা দলের (আরজেডি) প্রধান এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে (Lalu Prasad Yadav) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। শুধু মুখ্যমন্ত্রী নয় তাঁর ছেলে তেজ প্রতাপ যাদব এবং তাঁর স্ত্রী রাবড়ি দেবীকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

লালু পুত্র তেজ প্রতাপ এবং তাঁর স্ত্রী রাবড়ি দেবীকে মঙ্গলবার সংস্থার সামনে হাজির হতে বলা হয়েছে। অন্যদিকে লালু প্রসাদকে বুধবার পাটনায় তলব করা হয়েছে। ৭৬ বছর বয়সে এসেও দুর্নীতি মামলা পিছু ছাড়ছে না। অভিযোগ ছিল লালু প্রসাদ যাদব যখন রেলমন্ত্রী ছিলেন সেই সময়ে জমির বিনিয়নে তাঁর কাছে মানুষদের চাকরি পাইয়ে দিয়েছিলেন। সেই মামালাতেই ইডি সমন পাঠিয়েছে। দিল্লির একটি আদালত এই মামলার সাথে সম্পর্কিত লালু প্রসাদ, তেজ প্রতাপ এবং তাদের মেয়ে হেমা যাদবকে তলব করার কয়েকদিন পর ইডির পক্ষ থেকে এই সমন জারি করা হল। সূত্রের খবর, রাবড়ি দেবী ইডির পাটনায় কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হবেন। অফিসাররা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বক্তব্য রেকর্ড করবেন বলেও জানা গিয়েছে। লালু প্রসাদ যাদবকেও আগামীকাল বুধবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

আরও পড়ুনঃ BJP: বঙ্গ বিজেপির বিশেষ বৈঠক, সমন্বয়ের বার্তা শুভেন্দু-সুকান্তর

রাউস অ্যাভিনিউ আদালত লালুর (Lalu Prasad Yadav) ছোট ছেলে এবং বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকেও নতুন করে সমন জারি করেছে। সিবিআই এই মামলায় ৭৮ জনকে অভিযুক্ত করেছে, যার মধ্যে ৩০ জন সরকারি কর্মকর্তাও রয়েছেন। মামলাটি ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে, যখন লালু প্রসাদ কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন, তখন ভারতীয় রেলওয়েতে গ্রুপ-ডি পদে ব্যক্তিদের নিয়োগের বিনিময়ে কম দামে জমি অবৈধভাবে অধিগ্রহণ করা হয়েছিল। সিবিআই অভিযোগ করেছে যে জমির অংশ লালু প্রসাদের পরিবারের সদস্যদের, যার মধ্যে রাবড়ি দেবী এবং কন্যা মিসা ভারতী এবং হেমা যাদবও রয়েছেন। সেই জমি বাজার মূল্যের অনেক কম দামে হস্তান্তর করা হয়েছিল। গত বছর, ইডি দিল্লির একটি আদালতে একটি চার্জশিট দাখিল করে, যেখানে রাবড়ি দেবী, মিসা ভারতী এবং হেমা যাদবকে অভিযুক্তদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২২ সাল থেকে তদন্তাধীন এই কথিত কেলেঙ্কারির কারণে সিবিআই এবং ইডি উভয় পক্ষ থেকেই একাধিক চার্জশিট দাখিল করা হয়েছে।

নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1EA79Afcw5/