Tallest Family: বিশ্বের সবচেয়ে লম্বা পরিবার! তাদের জীবনযাত্রা কেমন?

দেশ

নিউজ পোল ব্যুরো: এ যেন এক অবিশ্বাস্য উচ্চতা (Height)! জানলে আপনিও চমকে যাবেন। ভারতে এমন একটি পরিবার রয়েছে, যারা বাসে উঠতে পারে না এবং পোশাক বা জুতো কিনতে হয় বিদেশ থেকে! এই পরিবারের সদস্যরা কারা? চলুন, জেনে নেওয়া যাক ভারতের সবচেয়ে লম্বা পরিবারের (Tallest Family) গল্প।

আরও পড়ুন:Tamil Nadu Mahamaham: ১২ বছর অন্তর হয় এই ঐতিহ্যবাহী কুম্ভমেলা

মহারাষ্ট্রের (Maharashtra) পুণের কুলকার্নি পরিবার, যেখানে পরিবারের চার সদস্যের উচ্চতাই ৬ ফুটের বেশি। (kulkarni Family) এই পরিবারের সদস্যরা সাধারণত গণপরিবহন (Public transport) ব্যবহার করতে পারেন না, কারণ তাঁদের উচ্চতা (Tallest Family) এতটাই বেশি। পরিবারটির প্রধান সদস্য সরোদ কুলকার্নি (Sarod Kulkarni), যাঁর উচ্চতা প্রায় ৭ ফুট ১.৫ ইঞ্চি, এবং তাঁর স্ত্রী সঞ্জত কুলকার্নি (Sanjay Kulkarni), যাঁর উচ্চতা ৬ ফুট ২.৫ ইঞ্চি।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

১৯৮৮ সালে বিবাহিত হওয়ার পর, এই দম্পতি ১৯৮৯ সালে বিশ্বের সবচেয়ে লম্বা জুটি (Long pair) হিসেবে লিমকা বুক অফ রেকর্ডে নাম উঠিয়েছিলেন। তবে, পরবর্তীতে তাদের রেকর্ড ভেঙে দেয় ক্যালিফোর্নিয়ার (California) ওয়েন এবং লরি হলকুইস্ট, যাদের সম্মিলিত উচ্চতা ছিল ১৩ ফুট ৪ ইঞ্চি। তবুও, ভারতের মধ্যে কুলকার্নি দম্পতির উচ্চতা এখনও অদ্বিতীয়।

সরোদ কুলকার্নি (Sarod Kulkarni) ছোটবেলা থেকে উচ্চতার কারণে অনেক সমস্যায় পড়েছেন, তবে তার উচ্চতা তাকে বাস্কেটবল (Buscket Ball) খেলতে উৎসাহিত করেছিল এবং তিনি দেশের প্রতিনিধিত্বও করেছিলেন। কিন্তু সঞ্জত কুলকার্নির জন্য উচ্চতা ছিল সামাজিক বাধা। তিনি বলেন, “ভারতে একজন মহিলার যদি পুরুষের চেয়ে বেশি উচ্চতা থাকে, তবে তা অনেক মুশকিল সৃষ্টি করে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

তবে একদিন মুম্বাইয়ের রাস্তায় সঞ্জতের ঠাকুমার চোখে পড়েন সরোদ। সরোদ প্রথমে পাত্তা না দিলেও, পরে সেই বৃদ্ধার কথায় তাঁর ফোন নম্বর নিয়ে, সঞ্জতকে প্রথম দেখাতেই তার উচ্চতা পছন্দ হয়। এরপর, ১৯৮৮ সালে তাঁদের বিয়ে হয়।

বর্তমানে তাঁদের দুই মেয়ে রয়েছে—মৃগা কুলকার্নি, যার উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি, এবং সানিয়া কুলকার্নি, যিনি ৬ ফুট ৪ ইঞ্চি। তাদের দুজনেরই স্বপ্ন মডেলিংয়ের।

এই পরিবার রেকর্ড গড়লেও, তাদের জীবনে নানা প্রতিবন্ধকতা (Obstacles) আছে। সাধারণ যানবাহন ব্যবহার করা তাঁদের পক্ষে সম্ভব নয়, তাই তাঁরা প্রায়ই পায়ে হেঁটে অথবা স্কুটিতে যাতায়াত করেন। তাদের পোশাক এবং জুতো সবই বিদেশ থেকে আনানো হয়, এবং বাড়ির দরজা-জানালা তাদের উচ্চতার জন্য বিশেষভাবে ৬ থেকে ৮ ফুট পর্যন্ত তৈরি করতে হয়েছে। (Tallest Family)